এখন পড়ছেন
হোম > খেলা > মোহনবাগানের ফুটবল সচিব হলেন মুখ্যমন্ত্রীর ভাই বাবুন ব্যানার্জী

মোহনবাগানের ফুটবল সচিব হলেন মুখ্যমন্ত্রীর ভাই বাবুন ব্যানার্জী


চূড়ান্ত ডামাডোল শতাব্দীপ্রাচীন ক্লাব মোহনবাগানে। ক্ষমতাসীন গোষ্ঠীর মধ্যে ভাগ, ফলে দীর্ঘদিনের টুটু-অঞ্জন বন্ধুত্ত্ব প্রায় ভেঙে পড়ার মুখে। ইতিমধ্যেই ক্লাবের সভাপতি হিসাবে পদত্যাগ করেছেন স্বয়ং টুটু বসু। পরে সহ-সচিব হিসাবে পদত্যাগ করেন টুটু-পুত্র সৃঞ্জয় ও অর্থ-সচিব হিসাবে দেবাশীষ দত্ত। তারপর দায়িত্ত্ব ছাড়েন ফুটবল-সচিব সত্যজিৎ চ্যাটার্জি ও একে একে ৯ এক্সিকিউটিভ কমিটির মেম্বার। ফলে সৃষ্টি হয় চূড়ান্ত জটিলতার। আগের দিনের এক্সিকিউটিভ কমিটির মিটিঙে গৃহীত হয় সৃঞ্জয়, দেবাশীষ, সত্যজিৎদের পদত্যাগপত্র। এমনকি ক্লাবের নতুন চারজন সহ-সভাপতি ঘোষিত হয়। কিন্তু তারমধ্যে রাজ্যের দুই দাপুটে মন্ত্রী অরূপ বিশ্বাস ও জ্যোতিপ্রিয় মল্লিক সেই দায়িত্ত্ব নিতে অস্বীকার করেন।

আর এইসবের পরিপ্রেক্ষিতে আজ আবার এক্সিকিউটিভ কমিটির মিটিং ছিল। মোহন-সমর্থকরা আশায় ছিলেন, আজ বোধহয় চলতি জটিলতা কাটার একটা কিছু আভাস পাওয়া যাবে। কিন্তু আজকের এক্সিকিউটিভ কমিটির মিটিঙে সেভাবে কোনো ফলপ্রসূ সিদ্ধান্ত ঘোষণা হয় নি। শুধু জানানো হয় – এতদিন ম্যাথ সচিব হিসাবে কাজ চালানো মুখ্যমন্ত্রীর ভাই বাবুন ব্যানার্জী এখন থেকে ফুটবল সচিব হিসাবে কাজ চালাবেন, সঙ্গে বিশেষ আমন্ত্রিত হিসাবে থাকবেন প্রাক্তন ফুটবলার শিশির ঘোষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!