এখন পড়ছেন
হোম > খেলা > মোহনবাগানের ভোটযুদ্ধ – দুই গোষ্ঠীর লড়াইয়ে এবার নাম জড়িয়ে গেল হেভিওয়েট মন্ত্রীর

মোহনবাগানের ভোটযুদ্ধ – দুই গোষ্ঠীর লড়াইয়ে এবার নাম জড়িয়ে গেল হেভিওয়েট মন্ত্রীর


সামনেই ভোট মোহনবাগানের। আর তাই ঘিরে প্রবল ব্যাস্ততা দুই শিবিরেই। কিন্তু ভোট জিততে মরিয়া টুটু শিবিরে দেখা যাচ্ছে একের পর এক চমক। সৌরভ গাঙ্গুলি, ব্যারেটোর পর এবার ক্রীড়া রাষ্ট্রমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লাকে দেখা গেলো টুটু গোষ্ঠীর নির্বাচনী সভায়। জানা গেছে মঙ্গলবার বিকেলে মোহনবাগানের টুটু গোষ্ঠীর সালকিয়ার নির্বাচনী সভায় যোগ দেন লক্ষ্মীরতন শুক্লা।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এদিন টুটু বসুর সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে তিনি টুটুবাবুর প্রসংসা করে জানান যে ক্লাব কেরিয়ারের দীর্ঘ সময় মোহনবাগানে খেলেছি। দেখেছি, টুটুদার টিম দারুণ ভাবে ক্লাব চালায়। চাই, সুস্থ ভাবেই ক্লাব চলুক। আমিও মনেপ্রাণে চাই, টুটুদার টিমই ক্লাব চালাক ভোটে জিতে। শুধু আমি কেন, আমার মনে হয়, সবাই তাই চায়। জানা গেছে এরপর বালিতেও সভা হয়। এখন দেখার যে এই বড় বড় চমক আদেও ভোটার বাক্সে প্রভাব ফেলতে পারে কিনা ?

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!