এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মহুয়ার উল্টো অবস্থান নিলেন তাঁরই দলের বিধায়ক, জেনে নিন কি বলেছেন তিনি!

মহুয়ার উল্টো অবস্থান নিলেন তাঁরই দলের বিধায়ক, জেনে নিন কি বলেছেন তিনি!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত রবিবার নদীয়ার গয়েশপুরে তৃণমূল কর্মীদের নিয়ে একটি বৈঠক করেছিলেন নদীয়া জেলা তৃণমূল সভানেত্রী তথা সাংসদ মহুয়া মৈত্র। এই বৈঠকে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের উপস্থিত থাকতে দেখে, একেবারে তেলেবেগুনে জ্বলে ওঠেন তিনি। তারপর প্রকাশ্যেই মাইক হাতে নিয়ে তিনি জানিয়েছিলেন যে, ‘ ‘দু’পয়সার সাংবাদিক’ দের কে ডেকে এনেছে? দলের নেতাদের তিরস্কারও করেছিলেন তিনি। তাঁর এই বক্তব্যের পর প্রবল বিতর্ক শুরু হয়। বহু মানুষ তাঁর সমালোচনা করেন। এবার এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল বিধায়ক তথা প্রবীণ সাংবাদিক প্রবীর ঘোষাল। তিনি জানান, একজন সাংসদের কাছ থেকে এমন মন্তব্য কখনোই প্রত্যাশিত নয়।

প্রসঙ্গত, গত রবিবার নদীয়া জেলার গয়েশপুরে মহুয়া মৈত্র দলের এক কর্মী সভায় সাংবাদিকদের উপস্থিত থাকতে দেখে ক্রুদ্ধ হয়ে মন্তব্য করেছিলেন তিনি। তিনি প্রশ্ন করেছিলেন, এই কর্মীসভায় দু’পয়সার সাংবাদিকদের কে ডেকে এনেছে? তাঁর এই বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই, তা নিয়ে প্রবল বিতর্ক শুরু হয়। কলকাতা প্রেস ক্লাবের পক্ষ থেকে আশা করা হয়েছিল যে, সাংসদ তাঁর এই বক্তব্যের জন্য ক্ষমা চাইবেন। এরপর গত সোমবার রাতে একটি টুইট করেছিলেন মহুয়া মৈত্র। যেখানে তিনি জানিয়েছিলেন, ” আই অ্যাপোলোজাইজ ফর দ্য মিন হার্টফুল অ্যাকিউরেট থিংস আই সেড ”

আপনার মতামত জানান -

আজ বুধবার, এ সম্পর্কে বক্তব্য রাখলেন তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল। যেখানে তিনি জানালেন যে, মহুয়া মৈত্র হলেন তৃণমূল দলের একজন সাংসদ। একজন সাংসদ এর কাছ থেকে সংবাদ মাধ্যম সম্পর্কে এ ধরনের মন্তব্য কখনো আশা করা যায় না। সংবাদমাধ্যম তাঁর হয়ে কাজ করলে, তাঁর পক্ষে কাজ করলে সেটা ভালো। আর যদি তাঁর কোনো কাজ পছন্দ না হয়, তাহলেই তা খারাপ। এই অবস্থান মোটেই ঠিক নয়।

বেশকিছু সাংবাদিকও মহুয়া মৈত্রের এই বক্তব্য নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ হয়েছেন। বহু সাংবাদিক এর সমালোচনা করেছেন। সাংসদের এই বক্তব্যকে ঘিরে বর্ষীয়ান সাংবাদিক প্রবীর ঘোষাল তাঁর পেশাগত জীবনের স্মৃতিচারণ করে জানালেন যে, তিনি ৩৬ বছর সাংবাদিক ছিলেন। সম্প্রতি তিনি বিধায়ক। সাংবাদিক ও বিধায়ক এই দুই সত্বা থেকেই তিনি সাংসদের বক্তব্যের নিন্দা করছেন। তিনি জানান, প্রত্যেকেরই এর নিন্দা করা উচিত। মুখ্যমন্ত্রী ও তৃণমূল দল সাংসদের এই কথাকে সমর্থন করে না। গণমাধ্যম সম্পর্কে এ ধরনের কুরুচিকর মন্তব্য করায় সাংসদদের প্রতি বিতর্ক চলছে রাজ্যজুড়ে। এবার তাঁর বিরুদ্ধে কথা বললেন তাঁর দলেরই বিধায়ক প্রবীর ঘোষাল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!