এখন পড়ছেন
হোম > রাজনীতি > বামফ্রন্ট > মইদুল মৃত্যুতে পুলিশকে “বর্বর” বলে আক্রমণ সূর্যকান্তের, জোর চাঞ্চল্য রাজ্যে!

মইদুল মৃত্যুতে পুলিশকে “বর্বর” বলে আক্রমণ সূর্যকান্তের, জোর চাঞ্চল্য রাজ্যে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল বিরোধীতার নয়া অস্ত্র চলে এসেছে সিপিএমের হাতে। সেখানে নবান্ন অভিযানে অংশ নেওয়া ডিওয়াইএফআই কর্মীর মৃত্যুতে রীতিমত রাজ্যের প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি। ইতিমধ্যেই মইদুল ইসলামের মৃত্যুর পরেই রীতিমত সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বাম নেতা কর্মীরা।

পুলিশের বিরুদ্ধে সরব হচ্ছে বিরোধী রাজনৈতিক দলের সকলে। আর এই পরিস্থিতিতে সেই মইদুল ইসলামের মৃত্যুতে বিবৃতি দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। যেখানে রীতিমতো পুলিশি আক্রমণকে “বর্বর” বলে আখ্যা দিতে দেখা গেল তাকে।সূত্রের খবর, সোমবার পশ্চিমবঙ্গ রাজ্য সিপিএমের সম্পাদক সূর্যকান্ত মিশ্র এই ঘটনায় একটি দীর্ঘ বিবৃতি দিয়েছেন। যেখানে পুলিশের বিরুদ্ধে সরব হতে দেখা গেছে তাকে।

সূর্যকান্ত মিশ্র বলেন, “শহীদ কমরেড মিদ্যার মরদেহ ময়নাতদন্তের কাজ যাতে সঠিকভাবে হয়, সরকার যেন তা নিশ্চিত করে। মইদুলের মৃত্যুর জন্য দায়ী পুলিশ আধিকারিকদের চিহ্নিত করে তাদের কঠোর শাস্তি দিতে হবে। যেভাবে তৃণমূল সরকারের পুলিশ বর্বরতায় শান্তিপূর্ণ আন্দোলনের কর্মীদের প্রাণ দিতে হল, তাতে ধিক্কার জানানোর ভাষা নেই। এই বর্বরতার বিরুদ্ধে ছাত্র-যুবদের প্রতিবাদ কর্মসূচিকে পার্টি সমর্থন করছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগে ক্রমশ রাজ্যের গণতন্ত্র যে বিপন্ন, তা তুলে ধরতে চাইছে বিরোধী রাজনৈতিক দলগুলো। সেক্ষেত্রে এই দাবিগুলি নিয়ে সবথেকে বেশি তৃণমূলের ঘুম উড়িয়ে দিতে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টিকে। আর এই পরিস্থিতিতে নবান্ন অভিযানে আক্রান্ত যুবকের মৃত্যুর পরেই পুলিশের বিরুদ্ধে বেশি পরিমাণে সরব হয়ে রাস্তায় নামতে দেখা যাচ্ছে মার্কসবাদী কমিউনিস্ট পার্টির নেতাকর্মীদের। আর সেই ব্যাপারে রাজ্যের তৃণমূল সরকার বিড়ম্বনা বাড়িয়ে দিয়ে পুলিশের বর্বরতা নিয়ে প্রশ্ন তুলতে দেখা গেল সিপিএমের সূর্যকান্ত মিশ্রকে।

অনেকেই বলতে শুরু করেছেন, নির্বাচনের আগে এই ধরনের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও, এই ঘটনাকে হাতিয়ার করে এবার তৃণমূলের বিরুদ্ধে রাস্তায় নেমে নিজেদের সংগঠনকে চাঙ্গা করার পথ বেছে নিল বাম শিবির। আর তার কারণেই এবার একের পর এক সরকারের বিরুদ্ধে মুখ খুলে বিরোধী আসন আবার দখল করার চেষ্টা করছে বামফ্রন্ট ।

যেখানে তৃণমূলের সঙ্গে এবারের নির্বাচনে প্রধান লড়াই হওয়ার কথা ভারতীয় জনতা পার্টির সেখানে বিজেপির জায়গা নিয়ে শাসক দলের ওপর আরো চাপ বাড়াতে চাইছে সিপিএম। সেদিক থেকে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে এই ধরনের বিস্ফোরক মন্তব্য করে সূর্যকান্ত মিশ্রের এই দাবি যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা ঘটনা কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!