এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > মৈত্রী বন্ধনে আজ আবদ্ধ হতে চলেছে দুই প্রতিবেশী দেশ

মৈত্রী বন্ধনে আজ আবদ্ধ হতে চলেছে দুই প্রতিবেশী দেশ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ ভারত ও বাংলাদেশ জুড়তে চলেছে এক সেতুর মাধ্যমে। আজ ত্রিপুরায় উদ্বোধন হতে চলেছে মৈত্রী সেতুর। এর ফলে ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় হবে। দুই দেশের মধ্যে সম্পর্ক ও বন্ধুত্বের প্রতীক হিসাবে এই মৈত্রী সেতু নামটি বেছে নেয়া হয়েছে। আজ এই সেতুর উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ বেলা বারোটায় ভার্চুয়াল ভাবে মৈত্রী সেতুর উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে ত্রিপুরায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সূচনাও করবেন তিনি। ফেনী নদীর উপর এই সেতুটি নির্মাণ করা হলো। ত্রিপুরার সাব্রুম থেকে বাংলাদেশের রামগড় পর্যন্ত এই সেতুটি নির্মিত হয়েছে। ১.৯ কিলোমিটার দীর্ঘ এই সেতু নির্মাণ করতে ১৩৩ কোটি টাকা খরচ হয়েছে। জাতীয় সড়ক ও পরিকাঠামো উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে এই সেতুটি নির্মাণ করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত,ত্রিপুরার সাব্রুম থেকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের দূরত্তও খুব বেশিনয়,যা মাত্র ৮০  কিলোমিটার। তাই এই সেতুর ফলে ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। যার ফলে একটা ইতিবাচক প্রভাব পড়বে ত্রিপুরার অর্থনীতিতে। এ প্রসঙ্গে টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানালেন যে, আজ বেলা বারোটার সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে মৈত্রী সেতু ও ত্রিপুরায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করা হবে। ত্রিপুরার উন্নয়নে এর একটা ইতিবাচক প্রভাব দেখা দেবে।

এই সেতু ছাড়াও আজ ত্রিপুরায় একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী। জাতীয় সড়কের ভিত্তিপ্রস্তর আজ প্রধানমন্ত্রী স্থাপন করতে চলেছেন ত্রিপুরাতে। এছাড়া, প্রধানমন্ত্রী আবাস যোজনায় তৈরি হওয়া বাড়ির উদ্বোধন, মাল্টিলেভেল কার পারকিং, বাণিজ্যিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চলেছেন প্রধানমন্ত্রী ভার্চুয়াল ভাবে।

প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়েছে যে, ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ও বন্ধুত্বের প্রতীক রূপে এই সেতুর নাম দেয়া হয়েছে মৈত্রী সেতু। এই সেতু ভারত ও বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধি ও দুই দেশের মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!