মকর সংক্রান্তিতে নৌকাভ্রমন! ভগবানের কাছে কি প্রার্থনা করলেন সৌমিত্র খাঁ! জেনে নিন বিজেপি রাজনীতি রাজ্য January 14, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – হিন্দু সংস্কৃতি অনুযায়ী পৌষমাসকে মলমাস বলে অভিহিত করা হয়। আর পৌষ মাসের শেষ এবং মাঘ মাসের শুরুতে যে সংক্রান্তি পড়ে, তাকে বলা হয় মকর সংক্রান্তি। স্বাভাবিকভাবেই মকর সংক্রান্তিতে কুম্ভ থেকে গঙ্গাসাগর, বিভিন্ন জায়গায় পুণ্যস্নানের ভিড় পড়ে যায়। ভগবানের কাছে সাধারন মানুষ নানা প্রার্থনা করেন বাড়িতে বাড়িতে শুরু হয় পিঠে পুলির উৎসব। ইতিমধ্যেই রাজনৈতিক নেতা-নেত্রীরা রাজ্যবাসীকে মকর সংক্রান্তির শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। আর এবার সেই মকরসংক্রান্তির দিনে নৌকা ভ্রমনে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করলেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি তথা সাংসদ সৌমিত্র খাঁ। সূত্রের খবর, এদিন সকালে দুর্গাপুর ব্যারেজের দামোদর নদীতে নৌকা ভ্রমনে যান বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। আর সেখানে গিয়েই সকলকে মকর সংক্রান্তির শুভেচ্ছা জানান তিনি। পাশাপাশি ভগবানের কাছে কি প্রার্থনা করলেন, তাও সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়ে দেন হেভিওয়েট এই বিজেপি সাংসদ। সৌমিত্র খাঁ বলেন, “ভগবানের কাছে আমি চাইলাম যে, মকর সংক্রান্তির পূন্য দিন থেকে যেন ভারত করোনা মুক্ত হয় এবং মানুষ যেন ভালো থাকে এবং আমরা যেন সোনার বাংলা গড়তে পারি। এই মকর স্নানে তৃণমূল কংগ্রেস সরকার যেটা চলছে সেটা শেষ হয়ে যাক, আর বাংলায় নতুনভাবে সূর্যের উদয় হোক।” আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - স্বভাবতই পবিত্রতম এই দিনে যেভাবে করোনা মুক্ত দেশ এবং রাজ্যে পরিবর্তনের কথা বললেন সৌমিত্র বাবু, তাতে রীতিমতো আলোরন পড়ে গিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, পূজার্চনা থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান, সব জায়গাতে গিয়েই বিজেপি এখন পরিবর্তনের কথা বলতে শুরু করেছে. সেদিক থেকে মকর সংক্রান্তির পূন্য লগ্নে গিয়ে মানুষকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি রাজ্যে পরিবর্তন যে এখন তাদের প্রধান লক্ষ্য, তা আরও একবার বুঝিয়ে দিলেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি বলে মত বিশেষজ্ঞদের। অনেকে বলেন, সংক্রান্তি কথাটির অর্থ অর্থ গমন করা। এই সংক্রান্তি বলতে নিজের কক্ষপথে সূর্যের মকর রাশিতে প্রবেশ করাকে বোঝানো হয়। যার কারণে শুভ কাজগুলো মানুষ এইদিন থেকেই শুরু করে বলে দাবি একাংশের। স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতিতে নিজেদের উদ্দেশ্য এবং লক্ষ্যের কথা বলে সোনার বাংলা গঠন করা এবং বাংলায় তৃণমূলের পতনের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তবে সৌমিত্রবাবু নিজেদের দলের শ্রীবৃদ্ধির কথা প্রার্থনা করলেও, বাস্তবে ভোটবাক্সে এর প্রতিফলন কি হয়, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -