এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মমতা-পিকে সমীকরণ আর কিছুদিনের মধ্যেই কোথায় গিয়ে দাঁড়াবে এবার ‘ফাঁস’ করে দিলেন হেভিওয়েট MP!

মমতা-পিকে সমীকরণ আর কিছুদিনের মধ্যেই কোথায় গিয়ে দাঁড়াবে এবার ‘ফাঁস’ করে দিলেন হেভিওয়েট MP!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা। এতদিন যতগুলো নির্বাচন হয়েছে, প্রায় সব নির্বাচনেই মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ করে সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু গত লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ করে তৃণমূল কংগ্রেস 42 এ 42 স্লোগান তুললেও, তার স্বপ্ন পূরণ হয়নি। যার পরবর্তী সময়কালে প্রশান্ত কিশোরকে দলের রাজনৈতিক পরামর্শদাতা করে তার কথা শুনে পথ চলতে শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়‌।

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দলকে চাঙ্গা করার চেষ্টা করেন তিনি। তবে মাঝে মধ্যেই বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়, প্রশান্ত কিশোর এসেও তৃণমূলের কোনো লাভ করতে পারবে না। আর এবার সেই প্রশান্ত কিশোরকে নিয়ে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রাক্তন তৃণমূল নেতা তথা বর্তমান বিজেপি সাংসদ অর্জুন সিংহ। সূত্রের খবর, এদিন এই বিজেপি নেতা বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন ব্যক্তি যিনি কারো পরামর্শ শোনেন না।

প্রশান্ত কিশোর এখন তাকে অনেক পরামর্শ দিচ্ছেন। ঠেলায় পড়ে সেই সব হজম করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রশান্ত কিশোরের সেই পরামর্শ আর বেশি দিন শুনবেন না তিনি।” স্বভাবতই অর্জুন সিংহের এই মন্তব্যকে কেন্দ্র করে এবার তীব্র সোরগোল তৈরি হয়েছে গোটা বাংলা জুড়ে। অনেকে বলছেন, অর্জুন বাবু ঠিকই বলেছেন। কেননা তিনি এতদিন তৃণমূলের গুরুত্বপূর্ণ সৈনিক ছিলেন। ফলে তিনি বেশ ভালোমতোই জানেন, তৃণমূলে শেষ কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি যা সিদ্ধান্ত নেন, সেটাই সকলকে মাথা পেতে নিতে হয়। কিন্তু গত লোকসভা নির্বাচনে ভরাডুবি হওয়ার পর সেই প্রশান্ত কিশোরের পরামর্শ শুনে পথ চলতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে। অনেক জায়গাতেই গুঞ্জন ছড়িয়ে পড়ছে যে, মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে দলের সর্বাধিনায়িকা, সেখানে কেন প্রশান্ত কিশোরের মন্তব্য বা পরামর্শ শুনে দলকে চলতে হবে! তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন। ফলে এই পরিস্থিতিতে প্রশান্ত কিশোরের সঙ্গে তৃণমূলের দূরত্ব বৃদ্ধি পাচ্ছে বলেও দাবি করেছিল সমালোচক মহলের একাংশ।

কিন্তু তারপরেও তেমন কোনো পরিস্থিতি ঘটতে দেখা যায়নি। আর এবার তৃণমূলের প্রাক্তন নেতা তথা বর্তমান বিজেপি সাংসদ অর্জুন সিংহ যেভাবে প্রশান্ত কিশোরের সঙ্গে তৃণমূলের সম্পর্ক নিয়ে কটাক্ষ ছুড়ে দিলেন, তাতে রীতিমত অস্বস্তিতে পড়ল তৃণমূল কংগ্রেস বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। জানা যায়, সম্প্রতি বিজেপিতে অর্জুন সিংহ সহ একাধিক নেতার সঙ্গে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দ্বন্দ্ব তৈরি হয়েছে বলে নানা মহলের তরফে শুনতে পাওয়া যায়।

এদিন সেই প্রসঙ্গে গোটা ঘটনাকে তৃণমূলের চক্রান্ত বলে দাবি করেন অর্জুন সিংহ। তিনি বলেন, “প্রশান্ত কিশোরকে দিয়ে যতই কুৎসা রটাক তৃণমূল, কোনো লাভ হবে না। বিজেপিকে এভাবে আটকানো যাবে না। তৃণমূলের নোংরা খেলা শেষ হবে। কারণ আগামী দিনে প্রশান্ত কিশোরকে দল থেকে বের করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর বিজেপির জয় হবে অবশ্যম্ভাবী।”

সব মিলিয়ে এবার তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতার সঙ্গে তৃণমূলের সম্পর্ক নিয়ে কটাক্ষ করে তৃণমূলের অস্বস্তি দ্বিগুণভাবে বাড়িয়ে দিলেন অর্জুন সিংহ বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। এখন বিজেপি সাংসদের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূলের পক্ষ থেকে পাল্টা কোনো মন্তব্য করা হয় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!