এখন পড়ছেন
হোম > জাতীয় > মমতার নেতৃত্বেই মোদীর ঘুম ওড়াতে জোট বাঁধছেন অ-বিজেপি মুখ্যমন্ত্রীরা! আজই কি তুলতে চলেছে ঝড়?

মমতার নেতৃত্বেই মোদীর ঘুম ওড়াতে জোট বাঁধছেন অ-বিজেপি মুখ্যমন্ত্রীরা! আজই কি তুলতে চলেছে ঝড়?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – জিএসটি বাবদ রাজ্যগুলির প্রাপ্য নিয়ে বুধবার বিরোধীদের সাঁড়াশি আক্রমণের মুখে পড়ল কেন্দ্রীয় সরকার। করোনা পরিস্থিতিতে ক্রমাগত রাজ্যের ভাঁড়ার শূন্য হতে শুরু করেছে। আর সেই নিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ দেশের অবিজেপি মুখ্যমন্ত্রীরা এবং কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী ভার্চুয়ালি মিটিংয়ে বসলেন। বলা যায় কেন্দ্রের বিরুদ্ধে এদিন দেশের বিরোধী গোষ্ঠীগুলি একজোট হওয়ার চেষ্টা করলেন।

এই মিটিংয়ের প্রারম্ভিক ভাষণে জিএসটি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলে সরব হলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। একইসঙ্গে কেন্দ্রকে আক্রমণ করলেন এদিন চড়া সুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিনের জিএসটি বাকি রাখার জন্য মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, ঝাড়খন্ড, রাজস্থানের মুখ্যমন্ত্রীরা এদিন একযোগে মোদি সরকারকে আক্রমণ করেন। জিএসটি পরিষদের বৈঠকের জন্য কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী আগেই তিন রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছিলেন বলে জানা গেছে।

সূত্রের খবর, বুধবার পাঞ্জাব, রাজস্থান, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে বকেয়া জিএসটি নিয়ে আলোচনা হয়। সেই সময় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী একযোগে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ভার্চুয়াল মিটিংয়ে বলেন, পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় সরকারের কাছে এই মুহূর্তে 53 হাজার কোটি টাকা পায়। কিন্তু কেন্দ্রীয় সরকার তা এখনো দেয়নি। অন্যদিকে রাজ্যের তহবিল ক্রমশ শেষ। শ্রমিকদের বেতন দেওয়াও এবার নিতান্তই কঠিন হয়ে দাঁড়িয়েছে।

অন্যদিকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং দাবি করেন, চলতি আর্থিক বছরে পাঞ্জাবের 25 হাজার কোটি টাকার ঘাটতি হবে। অমরিন্দর সিং আরও জানান, এই মুহূর্তে করোনা ভাইরাস সংক্রমণ রোধে কাজ করার জন্য তাঁর কাছে পর্যাপ্ত অর্থ নেই। ইতিমধ্যেই পাঞ্জাব সরকার 500 কোটি টাকা ব্যয় করেছে বলে জানায় এবং কেন্দ্রের কাছে বকেয়া জিএসটির দাবি করেও তিনি যে কিছুই পাননি সেকথাও বলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর উদ্ধব ঠাকরেও অন্যান্য মুখ্যমন্ত্রীদের মতোই কেন্দ্রের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করার আহ্বান জানান ভার্চুয়াল বৈঠকে। এবং জিএসটি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এদিন তিনিও জানান, বহুবার কেন্দ্রকে জিএসটি সংক্রান্ত বকেয়া কর মেটানোর কথা বলা হয়েছে কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো উত্তর দেয়নি মহারাষ্ট্র সরকারের।

এ প্রসঙ্গে সোনিয়া গান্ধী বৈঠকে জানিয়েছেন, ভারত সরকারের অর্থসচিব সম্প্রতি জানিয়ে দিয়েছেন কেন্দ্র চলতি বছরের জন্য 14% বাধ্যতামূলক জিএসটি দেবার জায়গায় নেই। এবং এই প্রসঙ্গ উল্লেখ করে সোনিয়া গান্ধী মোদি সরকারের দেশের প্রতি বিশ্বাসঘাতকতা চলছে বলেই দাবি করেছেন।

অন্যদিকে সূত্রের খবর, জিএসটি কাউন্সিলও এদিন জিএসটি দেওয়া নিয়ে বৈঠক করেছেন। বিশেষজ্ঞদের মতে, জিএসটি সংক্রান্ত বৈঠক হলেও রাজ্যের সমস্ত বিরোধীদলের ভার্চুয়াল বৈঠক কিন্তু অন্য সমীকরণের দিকে ইংগিত করছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, কেন্দ্রীয় সরকারকে কোণঠাসা করতে এই মুহূর্তে দেশের সমস্ত বিরোধী দলগুলি একজোট হয়েছে।

অবশ্য এর আগেও এভাবেই জোট বেঁধেছিল দেশের বিরোধী দলগুলি। কিন্তু লোকসভা নির্বাচনে গেরুয়া শিবির সমস্ত হিসাব উল্টে দেয়। তবে এদিনের ভার্চুয়াল বৈঠকে চোখ কেড়েছে সনিয়া এবং মমতার হৃদ্যতা। আর সেদিকে লক্ষ্য রেখেই নতুন সমীকরণের ইঙ্গিত খুজে পাচ্ছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!