এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মমতার নেতৃত্বে বাংলা আদতে ‘হীরক রাজার দেশ’! নজিরবিহীন আক্রমন রাজ্যপাল জগদীপ ধনকরের!

মমতার নেতৃত্বে বাংলা আদতে ‘হীরক রাজার দেশ’! নজিরবিহীন আক্রমন রাজ্যপাল জগদীপ ধনকরের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পশ্চিমবঙ্গের রাজ্যপালের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের রাজনৈতিক সম্পর্কটা কিছুটা অম্ল-মধুর। ইতিপূর্বে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে একাধিক বার খড়গহস্ত হতে দেখা গেছে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকরকে। রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিকবার টুইট করতেও দেখা গেছে তাঁকে। প্রসঙ্গত গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে রাজ্যপাল হিসাবে একবছর পূর্ণ করলেন জগদীপ ধনকর।

তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গে তাঁর এই এক বছরের শাসনকাল একদিকে যেমন স্মরণীয়, অন্যদিকে তেমনি বেদনাদায়ক ও বটে। পশ্চিমবঙ্গে নিজের এই একবছর পূর্তি নিয়ে গতকাল ইউটিউবে তিনি একটি ভিডিও আপলোড করেছেন। ইউটিউবে আপলোড করা এই ভিডিওতে রাজ্যপাল পশ্চিমবঙ্গের বর্তমান মমতা বন্দোপাধ্যায় সরকারকে একাধিক বিষয়ে আক্রমণ করেছেন ও এই সরকারের শাসনাধীন বর্তমান পশ্চিমবঙ্গকে ‘হীরক রাজার দেশ’ বলে কটাক্ষও করেছেন।

ইউটিউবে আপলোড করা এই ৭.৪৭ মিনিটের ভিডিওটিতে রাজ্যপাল তিন মিনিটেরও অধিক সময় ধরে সমালোচনা করেছেন বর্তমান সরকারের। বাংলার বিখ্যাত চিত্র পরিচালক অস্কারজয়ী সত্যজিৎ রায়ের অনবদ্য ছবি ‘হীরক রাজার দেশে’র সঙ্গে তুলনা করেছেন মমতা বন্দোপাধ্যায় পরিচালিত বর্তমান পশ্চিমবঙ্গ সরকারকে। এ প্রসঙ্গে রাজ্যপাল বলেছেন, “প্রকৃত পরিবর্তনের অপেক্ষায় রয়েছেন বাংলার জনতা।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজ্য সরকারকে আক্রমণ জানিয়ে রাজ্যপাল আরও বলেছেন, “হিংসা, দুর্নীতি, গুন্ডাগিরি, পুলিশি রাজ এখন সরকারের অংশ হয়ে উঠেছে। এক আমরা হীরক রাজার দেশ বলব না কেন? আমি নিশ্চিত, সত্যজিৎ রায় কোনওদিন কল্পনাও করেননি, তাঁর কাল্পনিক ছবি একদিন রাজ্যে সত্যি হবে।” রাজ্য সরকারের প্রতি তীব্র অভিযোগের সুরে রাজ্যপাল জানিয়েছেন, “নারীর সম্মান ও অধিকারের পাইকারি দরে সমঝোতা হয় এ রাজ্যে।” পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে করা রাজ্যপালের এই ক্ষুরধার মন্তব্যের পর থেকেই রাজ্যপালের বিরুদ্ধে প্রতিআক্রমণ শুরু করে পশ্চিমবঙ্গের শাসকদল।

পশ্চিমবঙ্গ সরকারের নারী, শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাঁজা রাজ্যপালের অভিযোগের তীব্র বিরোধিতা করে বলেছেন, “এই অভিযোগের সমর্থনে নিশ্চয়ই তথ্যপ্রমাণ রয়েছে তাঁর কাছে। আর যদি না থাকে তাহলে বলতে হবে আবার একটা মিথ্যা কথা বলছেন তিনি। মুখে বাঙালি আবেগের কথা বলেন আবার বাংলাকে অসম্মান করেন। আমরা রাজ্যে মহিলাদের উপর হওয়া অপরাধ ও হিংসার ঘটনা রুখতে অক্লান্ত পরিশ্রম করে চলেছি। পুলিশ অপরাধীদের দ্রুত ধরপাকড় করছে। নারীপাচারের বহু চক্রের পর্দাফাঁস হয়েছে। আর উনি কিনা মিথ্যা অভিযোগ করছেন। বাংলায় নারীর সুরক্ষা ও ক্ষমতায়ন নিয়ে ওনার কোনও ধারণাই নেই। উনি বাংলার নন বলেই এই কথা বলছেন।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!