এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতার রাজ্যে ১৬ মাস ধরে ভাতা পাচ্ছেন না খোদ নির্বাচিত জনপ্রতিনিধিরাই! ক্রমশ বাড়ছে ক্ষোভ

মমতার রাজ্যে ১৬ মাস ধরে ভাতা পাচ্ছেন না খোদ নির্বাচিত জনপ্রতিনিধিরাই! ক্রমশ বাড়ছে ক্ষোভ

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –রাজ্যে জনগণের কল্যাণ সাধনের জন্য রাজ সরকারকে বেশ কিছু পরিষেবা ও প্রকল্প গ্রহণ করতে দেখা যায়। তবে রাজ্যে চলা বিভিন্ন সরকারি পরিষেবায় অনিয়ম, অপ্রাপ্তির অভিযোগও বারবার শুনতে পাওয়া যায়। কিন্তু এবার আর জনগণ নয় রাজ্যের তহবিল থেকে নিজেদের প্রাপ্য ভাতা থেকে বঞ্চিত হয়েছেন স্বয়ং জনপ্রতিনিধি। এমনই গুরুতর অভিযোগ উঠে এলো বীরভূম জেলার রামপুরহাট-১ ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের জন প্রতিনিধিদের তরফ থেকে।

সংবাদসূত্রে জানা গেছে, নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ অন্যান্য সদস্যরা প্রায় ১৬ মাস ধরে নিজেদের মাসিক সাম্মানিক ভাতা পাচ্ছেন না। এই প্রসঙ্গে আরো জানা গেছে যে, পঞ্চায়েত প্রধানরা আগে ৩০০০ টাকা করে মাসিক ভাতা পেতেন, এখন এই ভাতা বাড়িয়ে মাসিক ৫০০০ টাকা করা হয়েছে। অনুরূপ ভাবে পূর্বে উপপ্রধানরা পেতেন মাসিক ২০০০ টাকা, বর্তমানে তা বর্ধিত করে ৪০০০ টাকা করা হয়েছে, সেইসঙ্গে পঞ্চায়েতের উপসমিতির সঞ্চালকদের বর্তমান ভাতা ৩৮০০ টাকা নির্ধারিত হয়েছে। আবার পঞ্চায়েত সদস্যরা যাঁরা ইতিপূর্বে ১৫০০ টাকা করে মাসিক ভাতা পেতেন, এখন তাঁরা পেয়ে থাকেন ৩০০০ টাকা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু এই প্রসঙ্গে নারায়ণপুর পঞ্চায়েত সদস্যরা অভিযোগ করেছেন যে, বর্তমানের বর্ধিত ভাতা তো দূরের কথা, তাঁদের পূর্বনির্ধারিত ন্যূনতম ১৫০০ টাকা মাসিক ভাতাও প্রায় ১৬ মাস ধরে তাঁরা পাচ্ছেন না। এই বিষয়ে পঞ্চায়েত প্রধান ও বিডিওকে অভিযোগ করেও কোন ফল হয় নি। এ প্রসঙ্গে স্থানীয় পঞ্চায়েত প্রধান সুখেন্দু পাল বলেছেন, ” আমি নিজে কোনও ভাতা নিই না। সদস্যদের কারও অ্যাকাউন্ট নেই। কারও থাকলেও তা ভুল আছে।” ফলে বাড়ছে সমস্যা। অর্থের অভাবে ব্যাহত হচ্ছে এলাকার উন্নয়ন কর্ম। পঞ্চায়েত সদস্যদের এই অভিযোগের প্রসঙ্গে জেলার বিডিও দীপান্বিতা মণ্ডল বলেছেন, “হয়তো অ্যাকাউন্ট নম্বরে কোনও ভুল থাকতে পারে। বিষয়টি দেখছি।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!