এখন পড়ছেন
হোম > অন্যান্য > একের পর এক নক্ষত্র পতন বলিউডে! মন খারাপের চাদরে মুড়েছে রঙিন জগৎ

একের পর এক নক্ষত্র পতন বলিউডে! মন খারাপের চাদরে মুড়েছে রঙিন জগৎ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সুশান্ত সিং রাজপুতের মৃত্যু শোক এখনও দগদগে হয়ে রয়েছে মানুষের মনে। গতবছর থেকে সুশান্তের মৃত্যুর পর একে একে বিভিন্ন ঘটনা সামনে এসেছে মানুষের। সেই মৃত্যু রহস্য সমাধান হয়নি এখনও। আর তারই মধ্যে নতুন বছরে পরপর নক্ষত্র পতন হচ্ছে বলিউডে। সেখানে কিছুদিন আগে বিগবসের ট্যালেন্ট ম্যানেজার পিস্তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে গোটা বলিউড।

২৪ বছর বয়সী এই ম্যানেজারের মৃত্যুতে শোক প্রকাশ করতে দেখা গিয়েছিল সলমন খান, দেবলীনা ভট্টাচার্য, কাম্যা পঞ্জাবি প্রমূখ একাধিক মানুষকে। তবে তিনি শুধু বিগ বসই নয়, ফিয়ার ফ্যাক্টর, খতরোকে খিলাড়ি, ভয়েসের ট্যালেন্ট ম্যানেজারও ছিলেন। তাঁর মৃত্যুর খবরে সোশ্যাল মিডিয়ায় একাধিক মানুষকে টুইট করতে দেখা যায়। হাসিখুশি আনন্দে ভরপুর পিস্তার চলে যাওয়াকে কেউই মেনে নিতে পারেনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এবার জানা গেছে সম্প্রতি মৃত্যু হয়েছে ‘ফুকরে’ অভিনেতা ওলানোকিয়োটান গোলাবো লুকাসের। ‘ফুকরে’ ছবিতে তাঁকে ববি নামক ব্যক্তির চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। এই ঘটনার পরই সোশ্যাল মিডিয়ায় দুঃসংবাদ জানিয়ে শোক প্রকাশ করতে দেখা গেছে ফারহান আখতারকে। সেইসঙ্গে নিজেদের ইনস্টাগ্রাম স্টোরিতে লুকাসের মৃত্যুর খবর জানিয়ে দুঃখ প্রকাশ করতে দেখা গেছে ওই ছবিরই আরো দুজন অভিনেতা আলি ফজল ও বরুণ শর্মাকে।

এছাড়া এই ঘটনার শোক প্রকাশ করে ফারহান আখতারকে সোশ্যাল মিডিয়ায় লিখতে দেখা গেছে, সকলের প্রিয় কাস্ট, ওলানোকিয়োটান গোলাবো লুকাস যে ফুকরেতে ববির চরিত্রে অভিনয় করেছিল, সে চলে গেল। সেইসঙ্গে তিনি লোকাসের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এছাড়া সকলে তাঁকে খুব মিস করবে বলেও লিখতে দেখা গেছে ফারহানকে। ওই ছবিতে একসঙ্গে অভিনয় করা রিচা চড্ডাও এদিন লুকাসের স্মরণে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেন। আবেগঘন পোস্ট করে তিনি বলেন, ধন্যবাদ একজন অসাধারণ মানুষ হওয়ার জন্য, এত প্রাণবন্ত… যে সবসময় খুশি ছড়িয়েছে। শান্তিতে ঘুমাও বন্ধু।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!