এখন পড়ছেন
হোম > জাতীয় > মন্দিরে নামাজ পড়ে দেশে শোরগোল ফেলে দেওয়া সংখ্যালঘু যুবক করোনা আক্রান্ত, নতুন করে শুরু হইচই

মন্দিরে নামাজ পড়ে দেশে শোরগোল ফেলে দেওয়া সংখ্যালঘু যুবক করোনা আক্রান্ত, নতুন করে শুরু হইচই


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ২৯ সে শে অক্টোবর মথুরার নন্দবাবা মন্দিরে জোর করে নামাজ পড়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল ফয়জল খানকে। গত সোমবার পুলিশ গ্রেপ্তার করে তাকে। তাকে ১৪ দিনের দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। সম্প্রতি করোনা আক্রান্ত হলেন ফয়জল খান। এ কারণে পুলিশি হেফাজত থেকে স্থানান্তর করে তাকে মথুরার কেডি মেডিক্যাল কলেজে ভরতি করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৯ সে অক্টোবর দুপুর সাড়ে বারোটার সময় মথুরার নন্দগাঁও এলাকায় অবস্থিত নন্দ বাবা মন্দিরে বলপূর্বক নামাজ পড়ার অভিযোগ উঠেছিল চাঁদ মহম্মদ ও ফয়জল খানের নামে। এই দুই অভিযুক্তের বিরুদ্ধে মন্দির জেহাদের অভিযোগে সরব হলেন হিন্দুত্ববাদীরা। এই দুই অভিযুক্তের মন্দিরে বসে নামাজ পড়ার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন অলোক রতন ও নীলেশ গুপ্তা নামের দুই ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ছড়িয়ে পড়তেই, তা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়। এরপর গত রবিবার রাতে মুকেশ গোস্বামী, শিবহরি গোস্বামী ও কানহা গোস্বামী দুই অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন। এরপর মন্দিরে নামাজ পড়ার অপরাধে ফয়জল খান ছাড়াও তার আরো তিনজন সঙ্গীকে পুলিশ গ্রেপ্তার করে।

এভাবে, মন্দিরে ঢুকে এভাবে নামাজ পড়া ফয়জল খানের নামাজ পড়া প্রসঙ্গে নন্দবাবা মন্দিরের পুরোহিত কানহা গোস্বামী জানালেন যে, গত ২৯ সে অক্টোবর দুপুর সাড়ে বারোটা নাগাদ মন্দিরে প্রবেশ করে রামচরিত মানস এর বেশ কিছু লাইন মুখস্থ করে শুনিয়েছিল ফয়জল খান। আবার, কিছু বিখ্যাত সাধুর সঙ্গে নিজের ছবিও দেখায় সে। তার মুখে রামচরিত মানসের লাইন শুনে সকলেই আশ্চর্য হয়ে যান।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এরপরেই অভিযোগ ওঠে যে, মন্দিরের এক নির্জন স্থানে গিয়ে বিনা অনুমতিতেই নামাজ পড়তে শুরু করে তারা। এই ঘটনা নিয়ে তীব্র শোরগোল পড়ে যায় মন্দির চত্বরে। সম্প্রতি ফয়ছল খান করণা আক্রান্ত হয়ে মথুরার কেডি মেডিকেল কলেজে চিকিৎসাধীন। কিছুদিন আগে এই মন্দিরে এসেছিলেন ফয়জল খান। তাই মন্দিরের মন্দিরের পুরোহিতদের এবারে করোনা পরীক্ষা, তথা মন্দির স্যানিটাইজেশন, মন্দির বন্ধের মতো ব্যাপারে জড়িয়ে পড়তে হবে কিনা তা নিয়ে বাড়ছে জল্পনা।

এদিকে চাঁদ মহম্মদ, ফয়জল খানের মন্দির জেহাদ তথা নামাজ জেহাদের বিরুদ্ধে উত্তরপ্রদেশের এক ঈদগাহে হনুমান চল্লিশা পাঠ করেন চারজন যুবক। গতকাল মঙ্গলবার উত্তরপ্রদেশের বারসানা রোডের এক ঈদগাহে হনুমান চালিশা পাঠ করলেন তারা। মসজিদে হনুমান চালিশা পাঠ করার কারণে এই চার জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। যদিও তাদের দাবি, সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেবার কারণেই তারা মসজিদে বসে হনুমান চালিশা পাঠ করেছেন। তবে পুলিশ তাদের বক্তব্য মেনে নেয়নি। পুলিশের অভিযোগ এলাকার শান্তি, সম্প্রীতি নষ্ট করতেই এমন পদক্ষেপ নিয়েছে অভিযুক্তরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!