এখন পড়ছেন
হোম > অন্যান্য > মনের সুখে দাম বাড়াচ্ছে টেলিকম কোম্পানিরা! এদিকে হু হু করে কমছে গ্রাহক! সামনে এল ট্রাইয়ের তথ্য

মনের সুখে দাম বাড়াচ্ছে টেলিকম কোম্পানিরা! এদিকে হু হু করে কমছে গ্রাহক! সামনে এল ট্রাইয়ের তথ্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা পরিস্থিতি সামাল দিতে লকডাউন পর্ব শেষ হয়ে বর্তমানে দেশে চলছে আনলক পর্ব। অবশ্য লকডাউনের মধ্যে থেকেই শুরু হয়ে গিয়েছিল অনেকের work-from-home। আবার দেশের প্রচুর শিক্ষার্থীর চলছে অনলাইন ক্লাস। এই অবস্থায় গ্রাহক ধরে রাখার জন্য বিভিন্ন মোবাইল নেটওয়ার্ক কোম্পানিগুলি বিভিন্ন সুবিধা নিয়ে আসছে ক্রমাগত। কিন্তু তা সত্বেও দেখা যাচ্ছে ব্যাপক আকারে ধ্বস নেমেছে মোবাইল কোম্পানীগুলির গ্রাহক সংখ্যায়। এবং এই তথ্য প্রকাশ করেছে দেশের টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই।

অন্যদিকে, সম্প্রতি মোবাইল নেটওয়ার্কগুলি পরিষেবার খরচও বাড়িয়ে দিয়েছে। সাম্প্রতিককালে লকডাউনের ঠেলায় দেশের অর্থনৈতিক অবস্থা রীতিমতো তলানিতে ঠেকেছে। আর তারই ধাক্কা সামলাচ্ছে বর্তমানে দেশের একাধিক টেলিকম সংস্থা বলে মনে করা হচ্ছে। ট্রাই এর রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, শুধু মে মাসেই ভারতের একাধিক টেলিকম সংস্থা প্রায় 57.6 লক্ষ গ্রাহক হারিয়েছে। সেক্ষেত্রে মে মাসে দেশের মোট টেলিকম গ্রাহক সংখ্যা কমে গিয়ে দাঁড়িয়েছে 116.36 কোটিতে। জানা যাচ্ছে, এপ্রিল মাসেও এই সংখ্যাটি সামান্য হলেও বেশি ছিল।

তবে এপ্রিল মাসে গ্রাহক হারানোর প্রাবল্য অনেক বেশি ছিল বলে জানিয়েছে ট্রাই। যেভাবে গ্রাহক সংখ্যা কমে গেছে মোবাইল টেলিকম সংস্থাগুলির, সেক্ষেত্রে মনে করা হচ্ছে অর্থনৈতিক চাপের কারণেই গ্রাহকদের এই সিদ্ধান্ত। অন্যদিকে জানা যাচ্ছে, ভারতী এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া সবথেকে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে এই লকডাউন সময়কালে। এক একটি সংস্থা প্রায় 47 লক্ষ গ্রাহক হারিয়েছে বলে জানা যাচ্ছে ট্রাই এর সমীক্ষায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুধু তাই নয়, এই দুই সংস্থার 30 কোটিরও বেশি ওয়্যারলেস কানেকশন কমেছে বলে জানা যাচ্ছে। তবে দেশের অন্য একটি টেলিকম সংস্থা জিও কিন্তু তার লাভের পরিমাণ বাড়িয়ে নিয়ে গেছে এই অর্থনৈতিক মন্দার সময়কালেও। জানা যাচ্ছে, শুধুমাত্র মে মাসেই 36 লক্ষের বেশি গ্রাহক জিও নেটওয়ার্কে পদার্পণ করেছে। বর্তমানে রিলায়েন্স জিওর গ্রাহকসংখ্যা গোটা দেশজুড়ে দাঁড়িয়েছে 39.2 কোটি। তবে জিওর থেকে কিছুটা কম হলেও গত দু’মাসে প্রায় দু-লক্ষেরও বেশী নতুন গ্রাহক নিজেদের দিকে নিয়ে আসতে সমর্থ হয়েছে বিএসএনএল।

অন্যদিকে জানা যাচ্ছে, গোটা দেশে শুধুমাত্র মে মাসেই 29.8 লক্ষ গ্রাহক নিজেদের বর্তমান নেটওয়ার্ক পরিবর্তন করতে চেয়ে মোবাইল নাম্বার পোর্ট করার আবেদন জানিয়েছেন। তবে বিশেষজ্ঞদের মতে, লকডাউন চললেও সাধারণ মানুষ ইন্টারনেটের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিলেন অতিমাত্রায়। সেই অবস্থায় কিন্তু মোবাইল কোম্পানিগুলির লাভ হওয়ার কথা। কিন্তু বাস্তবে ট্রাই এর তথ্য কিন্তু অন্য কথা বলছে। আপাতত এই পরিস্থিতি থেকে ভোডাফোন এবং ভারতী এয়ারটেল ঘুরে দাঁড়ানোর জন্য কি ব্যবস্থা গ্রহণ করে, এখন সে দিকেই নজর মোবাইল গ্রাহকদের, সাথে সাথে ওয়াকিবহাল মহলেরও।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!