এখন পড়ছেন
হোম > রাজনীতি > মঙ্গল থেকে আরও শিথিল বিধিনিষেধ, ধীরে ধীরে সচল হচ্ছে রাজ্য! জেনে নিন!

মঙ্গল থেকে আরও শিথিল বিধিনিষেধ, ধীরে ধীরে সচল হচ্ছে রাজ্য! জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ইতিমধ্যেই করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউকে আটকাতে একগুচ্ছ বিধি-নিষেধ পালন করার কথা বলা হয়েছে। তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারণে সেই বিধিনিষেধ তুলে দিতে শুরু করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই নাইট কারফিউতে ছাড় দেওয়া হয়েছে। আর এবার মঙ্গলবার থেকে আরও বেশ কিছু ক্ষেত্র খুলে দেওয়ার কথা ঘোষণা করে দিল পশ্চিমবঙ্গ সরকার। যার ফলে সাধারণ মানুষের মধ্যে কিছুটা হলেও স্বস্তির আবহ তৈরি হয়েছে। প্রসঙ্গত, নির্বাচনের সময় করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ বাংলায় প্রবেশ করায় তা ভয়াবহ আকার ধারণ করেছিল।

তবে নতুন সরকার গঠন হওয়ার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকেই তা দমন করতে উদ্যোগ গ্রহণ করেন। সেই মতো করে একগুচ্ছ ক্ষেত্রে বিধিনিষেধ জারি করা হয়। তবে ধীরে ধীরে পরিস্থিতি এখন অনেকটাই আয়ত্তের মধ্যে চলে এসেছে। তাই এবার রাজ্য সরকারের পক্ষ থেকে একের পর এক বন্ধ থাকা ক্ষেত্রগুলো খুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আর এবার মঙ্গলবার থেকে সমস্ত কলকারখানায় একশো শতাংশ কর্মী নিয়ে কাজ করার অনুমতি দেওয়া হল। পাশাপাশি বিনোদন, পার্ক এবং মিউজিয়াম খোলার ক্ষেত্রেও সবুজসংকেত দেওয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, সোমবার রাজ্য সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। যেখানে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়, 17 আগস্ট থেকে রাজ্যের সমস্ত কলকারখানায় স্বাভাবিক নিয়মে কাজ শুরু করা যাবে। এক্ষেত্রে 100 শতাংশ কর্মী নিয়েই কারখানা কর্তৃপক্ষ তাদের কাজ শুরু করে দিতে পারবেন। তবে করোনা বিধি মানা বাধ্যতামূলক বলে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি এতদিন পার্ক এবং মিউজিয়াম খোলার ক্ষেত্রে রাজ্যের পক্ষ থেকে কোনোরকম পদক্ষেপ গ্রহণ করার উদ্যোগ নেওয়া হয়নি। কিন্তু এদিনের বিজ্ঞপ্তির মধ্যে দিয়ে সেই মিউজিয়াম এবং পার্ক খোলার ক্ষেত্রেও অনুমতি দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, কড়া বিধিনিষেধের কারণে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। তবে এখনই সম্পূর্ণ সচল করার পথে হাঁটছে না রাজ্য। ধীরে ধীরে বিভিন্ন ক্ষেত্র খুলে দিয়ে যাতে একেবারে করোনা ভাইরাস মাথাচাড়া দিতে না পারে, তার জন্যই রাজ্যের এই প্রচেষ্টা বলে মনে করছেন একাংশ। কেননা দীর্ঘদিন বিভিন্ন ক্ষেত্র বন্ধ থাকার কারণে সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারের অর্থনৈতিক বিষয়টি কার্যত প্রশ্নের মুখে পড়ে গিয়েছে। তাই এই পরিস্থিতিতে এবার গোটা বিষয়ে রাজ্যকে সচল করতে আরও একধাপ পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!