এখন পড়ছেন
হোম > অন্যান্য > মঙ্গলবারে ভুলেও করবেন না এই কাজ! মঙ্গল-হনুমান-শনির ত্রিমুখী আক্রমনে জীবন হতে পারে দুর্বিষহ

মঙ্গলবারে ভুলেও করবেন না এই কাজ! মঙ্গল-হনুমান-শনির ত্রিমুখী আক্রমনে জীবন হতে পারে দুর্বিষহ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- হিন্দু শাস্ত্র মতে সপ্তাহের সাতটি দিনেরই আলাদা আলাদা নিজস্ব মাহাত্ম্য রয়েছে। তবে বলা হয় এদের মধ্যে থেকে মঙ্গলবার দিনটিকে মঙ্গল অর্থে হিন্দুরা কাজে লাগিয়ে থাকেন। এছাড়া এই দিনটি হনুমানের পূজার দিন হিসেবে পালিত হয়। সংকটমোচনের পূজা করতে তাই এই দিন হিন্দুদের মধ্যে বিশেষ ভক্তি লক্ষ করা যায়। এছাড়াও মঙ্গলবারকে শক্তি, বীরত্ব, সাহস ইত্যাদির সঙ্গে তুলনা করা হয়। তাই বলা হয় এদিন শাস্ত্রমতে কিছু বিশেষ নিয়ম পালন করলে আপনার জীবনে নেমে আসতে পারে সুখের সময়।

তবে এর উল্টোটা হতেও বেশি সময় লাগে না। তাই এদিন যেমন কিছু কাজ করা শুভ বলে মনে করা হয়, তেমনই এমন কিছু কাজ আছে যেগুলো অত্যন্ত অশুভ এই দিনে করার জন্য। যা করলে আপনার জীবনে সুখ-শান্তি তো নষ্ট হবেই, তাছাড়া শনি, হনুমান এবং মঙ্গলের ত্রিমুখী আক্রমণে আপনার জীবন দুর্বিষহ হয়ে উঠতে পারে বলে মনে করা হয়। তাই এখানে আপনার জেনে নেওয়া দরকার কোন কাজটি করলে আপনার জীবনে আসবে শুভ সময়, আর কোনটি করলে আপনার ওপর নেমে আসতে পারে মঙ্গলের মহা কোপ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শৌচকর্ম:– প্রথমেই আসা যাক এই দিনকে পালিত কিছু শৌচকর্মের কথায়। সাধারণত এইদিন চান করার সময় বা চান করার আগে চুল, দাড়ি, নখ এগুলিকে কাটা একেবারেই উচিত নয় বলে মনে করা হয়। এর ফলে আপনার জীবনে মঙ্গলের কুপ্রভাব পড়তে পারে বলে মনে করেন জ্যোতির্বিদরা।

মাঙ্গলিক দোষ:- এছাড়া যে সমস্ত জাতক জাতিকার জন্মছকে মঙ্গলের দোষ আছে বা মাঙ্গলিক দোষ রয়েছে, তাদের ক্ষেত্রে এই দিন হনুমানজীর পূজা করা ভালো বলে মনে করা হয়। সেক্ষেত্রে পূজার সময় পাশে একটি ঘিয়ের প্রদীপ এবং কর্পূরের প্রদীপ জ্বালিয়ে রাখলে শুভ ফল পাওয়া যায় বলেই মনে করেন অনেকে।

খাবার:- খাবার দিক থেকে এই দিন সাধারণত নিরামিষ খাওয়াই উচিত বলে মনে করেন জ্যোতির্বিদরা। তাই এই দিন লাল বস্ত্র পরে এবং সাত্ত্বিক আহার গ্রহণ করাই উচিত। এছাড়া এই দিন যেহেতু শনি দেবতার সঙ্গে যুক্ত, তাই এই দিন ডাল বা ডালের সবজি না খাওয়াই উচিত বলে মনে করেন অনেকে। এছাড়া এই দিন মাছ কিনলে বা খেলে অর্থহানি হয় বলেই মনে করা হয়।

কেনাকাটা:- এছাড়া মঙ্গলবার দিন্ড কোন সাজের জিনিস কেনা উচিত নয় বলে মনে করেন জ্যোতির্বিদরা। বলা হয় এই দিন সাজের জিনিস কিনলে বৈবাহিক জীবনে অশান্তি সৃষ্টি হয়। তাই কোন ব্যক্তি যদি এই দিন সাজের জিনিস বা নতুন জামাকাপড় কিছু কেনার চেষ্টা করেন তবে তা না করাই ভালো। মঙ্গলকে ভূমিপুত্র বলা হয়। তাই এই দিন কোনো জমি জায়গা কেনাও উচিত নয় বলেই মনে করেন অনেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!