এখন পড়ছেন
হোম > Uncategorized > মঙ্গলেই খুলছে বিদ্যালয়! আদালতের রায়ে স্বস্তিতে রাজ্য!

মঙ্গলেই খুলছে বিদ্যালয়! আদালতের রায়ে স্বস্তিতে রাজ্য!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- প্রায় দুই বছরের কাছাকাছি সময় ধরে রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। তবে সম্প্রতি এই ব্যাপারে বড় ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত কিছু ঠিক ছিল যেড় আগামী 16 তারিখ থেকে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ খুলে যাবে। কিন্তু এর মাঝেই আদালতের দ্বারস্থ হন এক আইনজীবী। ছাত্র-ছাত্রীদের টিকাকরণ না করে তাদের কোনোমতেই স্কুলে পাঠানো উচিত নয় বলে দাবি করেন তিনি।

দায়ের করা হয় জনস্বার্থ মামলা। স্বভাবতই সেই মামলার পরিপ্রেক্ষিতে আবার কি স্কুলের দরজা বন্ধ হয়ে যাবে, তা নিয়ে তৈরি হয়েছিল নানা প্রশ্ন। সকলেই তাকিয়েছিলেন আদালতের রায়ের দিকে। অবশেষে এই ব্যাপারে দায়ের করা জনস্বার্থ মামলাকে কার্যত ফুৎকারে উড়িয়ে দিল কলকাতা হাইকোর্ট।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, কিছুক্ষণ আগেই এই ব্যাপারে আদালতের পক্ষ থেকে অবস্থান স্পষ্ট করে দেওয়া হয়। যেখানে রাজ্যের অবস্থানেই সীলমোহর দিয়ে 16 নভেম্বর থেকে স্কুল খুলতে কোনো বাধা নেই বলে জানিয়ে দেয় কলকাতা হাইকোর্ট। পাশাপাশি দিয়ে আইনজীবী জনস্বার্থ মামলা দায়ের করেছেন তাকেও কড়া ভাষায় আক্রমণ করেন বিচারপতি।

এইভাবে এই বিষয়ে জনস্বার্থ মামলা দায়ের করা দুই যুক্তিসংগত কিনা, তা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। স্বভাবতই যারা চিন্তায় ছিলেন যে স্কুল খুলবে কি খুলবে না, আদালতের এই সিদ্ধান্তের ফলে রাজ্য সরকারের ঘোষণা মতই যে আগামী মঙ্গলবার খুলে যেতে চলেছে সমস্ত বিদ্যালয়ের দরজা, তা একপ্রকার পাকা হয়ে গেল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!