এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > টিটাগড়ে বিজেপি কাউন্সিলর মণীশ শুক্লা খুনে গ্রেফতার করা হল অন্যতম মূল চক্রীকে

টিটাগড়ে বিজেপি কাউন্সিলর মণীশ শুক্লা খুনে গ্রেফতার করা হল অন্যতম মূল চক্রীকে


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বেশ কিছুদিন আগে ব্যারাকপুরে মণীশ শুক্লা মৃত্যুর ঘটনায় রাজ্যের শাসক দলের ওপর চড়াও হয়েছে বিজেপি। তৃণমুলই যে ইচ্ছাকৃত বিজেপির সামনে অশান্তি সৃষ্টি করতে এই কাজ করেছে সেই কথা শোনা গিয়েছিল। সেখানে মনীশ শুক্লা খুনের ঘটনার সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হতে দেখা গিয়েছিল রাজ্য বিজেপিকে।

অক্টোবর মাসে টিটাগড়ে খুন হওয়া কাউন্সিলর মণীশ শুক্ল, বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ডানহাত ছিলেন বলে জানা যায়। ঘটনায় প্রকাশ্যে সন্ধে বেলা দুষ্কৃতিরা গুলি করে খুন করে তাঁকে। ঘটনার প্রতিবাদে নবান্ন অভিযান করে বিজেপি। রাজ্যপালের কাছে এই নিয়ে অভিযোগ জানাতেও দেখা গিয়েছিল বিজেপি নেতাদের।

আপনার মতামত জানান -

অন্যদিকে, সেখানে অভিযোগ করা হয় যে পুলিশই এই ঘটনার সঙ্গে যুক্ত। আর সেই কথা নাকি স্বীকার করে অভিযোগ করেছে মনীশ শুক্লার পরিবারও। তাই রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা বা সিআইডি ঘটনায় নিরপেক্ষ তদন্ত করবে না বলেই আশঙ্কা করছিলেন তাঁরা। তাই এই খুনের ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানানো হয় আদালতে।

অন্যদিকে, পুলিশের দিকে সব অভিযোগ জানিয়ে সরাসরি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার মনোজ ভার্মার দিকে অভিযোগের তীর ছুড়ে দেওয়া হয়। সেখানে জানান হয়, তিনিই নাকি খুনের পর পরিবারকে হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করে রাজ্য বিজেপি। তবে এই ঘটনার পর অনেকগুলো দিন কেটে গেছে। সম্প্রতি টিটাগড়ে বিজেপি কাউন্সিলর মণীশ শুক্লা খুনে গ্রেফতার করা হয়েছে অন্যতম মূল চক্রীকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, গতকাল রাতে কল্যাণী এক্সপ্রেসওয়েতে অভিযান চালিয়ে বিজেপি কাউন্সিলর খুনের অন্যতম মূল চক্রীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম নাসির আলি। দীর্ঘদিন ধরেই তাকে পুলিশ খুঁজছিল বলেও জানা গেছে। সে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, সেই মণীশ খুনে বাইরে থেকে সুপারি কিলার ডেকে এনেছিল। সেইসঙ্গে এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে, বিজেপির অভিযোগ টাটাগড় ও ব্যারাকপুরের দুই তৃণমূল কাউন্সিলরের চক্রান্তেই নাকি খুন করা হয়েছিল মণীশ শুক্লাকে।

তাঁদের নামে টিটাগড় থানায় এফআইআরও দায়ের করা হয়। এর আগে ব্যারাকপুর থেকে তৃণমূল নেতার খনিষ্ঠ খুররম এবং গুলাব আলি নামে একজনকে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থেকে সিআইডি গ্রেফতার করেছিল বলে জানা গেছে। তবে শার্প শ্যুটারদের পুলিশ এখনও ধরতে পারেনি বলেই জানান হয়েছে। বিহারে গিয়েও নাকি তাঁদের খালি হাতে ফিরতে হয়েছে।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!