এখন পড়ছেন
হোম > অন্যান্য > মনখারাপ নিয়েই শেষ হল বছর! সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট সিআরসেভেনের।

মনখারাপ নিয়েই শেষ হল বছর! সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট সিআরসেভেনের।


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বছর শেষে জুভেন্টাসের কপালে হার জুটেছে। সেখানে বছর শেষের খেলায় ঘরের মাঠে ৩-০ গোলে রোনাল্ডকে হারতে হয়েছে ফিয়োরেন্টিনার কাছে। মঙ্গলবার রাতে জুভেন্টাসের বড় জয় ছিনিয়ে নিয়েছে ফিয়োরেন্টিনা। আর সেখানে গোল করতে না পেরে হতাশ হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

এদিন খেলার ১৮ মিনিটে জুভেন্টাসের কলম্বিয়ান মিডফিল্ডার জুয়ান কুয়াড্রাডো রেফারির লাল কার্ড দেখেন। এর আগে ফিয়োরেন্টিনাকে তাদের স্ট্রাইকার ডুসান ভ্লাহবিচ অনেকটাই এগিয়ে রেখেছিল বলেও জানা গেছে। খেলার প্রথম ভাগে ১টি গোল করলেও খেলার ৭৬ মিনিটে ডিফেন্ডার অ্যালেক্স সান্ড্রোর ২ গোলে পিছিয়ে যায় রোনাল্ডোর দল।

ফলে এদিন খেলার ৮১ মিনিটে জয় নিশ্চিত করে বিপক্ষ। অন্যদিকে, জুভেন্টাস কোচ আন্দ্রে পির্লো এদিন তাদের হারের কারণ হিসেবে কুয়াড্রাডোর লাল কার্ড দেখে বেরিয়ে যাওয়াকে দায়ী করতে অস্বীকার করেছেন। তাঁর কথায়, “কুয়াড্রাডোর বেরিয়ে যাওয়া আমাদের হারের অজুহাত হতে পারে না।” তাঁর কথায়, এটা ফিয়োরেন্টিনার জয় নয়, এটা তাঁদের হার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এদিন হারের কারণ হিসেবে তিনি দলের মনঃসংযোগ নষ্ট হয়ে যাওয়াকেই দায়ী করেছেন। তাঁর কথায়, তাঁদের ভুলেই এদিন ফিয়োরেন্টিনা জিতেছে। অন্যদিকে, এতদিন পর্যন্ত ১৩টি ম্যাচ খেলে প্রথমবার জুভেন্টাস।হেরেছে। ফলত ২৪ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে তারা লিগের ৪ নম্বরে আছে বলে জানা গেছে। আর এরপরই সোশ্যাল মিডিয়াতে আবেগঘন পোস্ট করে সেই হারের উল্লেখ করে সমর্থকদের বিশ্বাস হারাতে না করেছেন তিনি।

সোশ্যাল মিডিয়াতে নিজের একটি হতাশ ছবি পোস্ট করে রোনাল্ডোকে আবেগঘন পোস্ট করতে দেখা গেছে তাঁকে। সেখানে তাঁকে লিখতে দেখা গেছে, “২০২০ সালের শেষ ম্যাচ খেললাম। এমন ফল মেনে নেওয়া খুব কঠিন।ফাঁকা স্টেডিয়াম, করোনা, খেলা বাতিল হওয়া, বহু দিন না খেলা এবং পর পর খেলা এই সব নিয়ে বছরটা স্মরণীয় হয়ে থাকবে।”

তবে তিনি বলেন, গত খেলার ফলের জন্য এগুলো অজুহাত হতে পারে না। সেইসঙ্গে তাঁদের আরও ভাল খেলতে হবে বলেও জানান তিনি। এদিন তিনি বলেন, “জয়টাকে অভ্যেসে পরিণত করতে হবে। আমরা জুভেন্টাস! মাঠে সেরা হওয়ার বাইরে আর কোনও কিছু মেনে নিতে পারি না।’’ সেইসঙ্গে হার থেকে শিক্ষা নিয়ে নতুন বছরে নতুন করে তিনি শুরু করার কথাও বলেছেন বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!