এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মনোনয়ন জমা পর্বে তৃণমূল-বিজেপির সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠল এলাকা, তীব্র উত্তেজনা এলাকায়

মনোনয়ন জমা পর্বে তৃণমূল-বিজেপির সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠল এলাকা, তীব্র উত্তেজনা এলাকায়


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – চৈত্রের উত্তাপের সাথে সাথে বেড়ে চলেছে রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তাপ। নির্বাচনের প্রাক্কালে রাজ্যজুড়ে যে তৃণমূল বিজেপির মধ্যে চাপান উতোর বেড়ে চলেছে তা ক্রমশ বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে সামনে আসছে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই তৃণমূল বিজেপির রাজনৈতিক সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। আর এবার মনোনয়ন জমা দিতে এসে তৃণমূল বিজেপির মধ্যে শুরু হয়ে গেল খন্ডযুদ্ধ। চলে ব্যাপক সংঘর্ষ। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার ব্যারাকপুরে।

বুধবার ব্যারাকপুর মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিতে আসেন বিজেপির তরফ থেকে ব্যারাকপুর বিধানসভার প্রার্থী ডাক্তার চন্দ্রমণি শুক্লা। এবং প্রায় একই সময়ে মহকুমা শাসকের দপ্তরে এসে পৌঁছান মনোনয়ন জমা দিতে তৃণমূলের তারকা প্রার্থী রাজ চক্রবর্তী। দুই পক্ষের কর্মী সমর্থকরা মুখোমুখি হতেই পারদ চড়তে থাকে। দুই দলের কর্মী-সমর্থকরা সামনাসামনি আসতেই নিজেদের মধ্যে শুরু হয় তীব্র কটাক্ষ, বাকবিতণ্ডা। মুহুর্তের মধ্যে দুই দলের বাকবিতণ্ডা হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে শুরু হয় তীব্র সংঘর্ষ। মুহুর্তের মধ্যে এলাকা রণক্ষেত্র হয়ে ওঠে। তীব্র উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়। মহকুমা শাসকের দপ্তরে এমনিতেই উপস্থিত ছিল বিশাল পুলিশবাহিনী। তার মধ্যে তৃণমূল ও বিজেপির মধ্যে ব্যাপক সংঘর্ষের খবর পেয়ে এলাকায় এসে পৌঁছায় আরও ফোর্স। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের তরফ থেকে ব্যাপকভাবে লাঠি চালানো দু দলের সংঘর্ষকারীদের ওপর বলে জানা গিয়েছে। পুলিশের লাঠিচার্জের পর ছত্রভঙ্গ হয়ে যায় দুই দলের কর্মী সমর্থকরা।

তবে বিশেষজ্ঞদের মতে, এই ঘটনা থেকে পরিষ্কার রাজ্যের দুই যুযুধান রাজনৈতিক শিবির তৃণমূল এবং বিজেপির মধ্যে এখন অহিনকুল সম্পর্ক। এবং এই রাজনৈতিক চাপানউতোর নির্বাচনী সময়কাল যত গড়াবে, ততই বেড়ে উঠবে বলে মনে করা হচ্ছে। এবং ভোটের রেজাল্ট বেরোনোর পরেও এর রেশ থেকে যাবে। আপাতত ব্যারাকপুর এর পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানা গিয়েছে। তবে এধরনের পরিস্থিতি যাতে না আসে, সেজন্য দুই দলেরই সতর্ক থাকা উচিত বলে মনে করছেন রাজনৈতিক মহলের অনেকেই।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!