এখন পড়ছেন
হোম > রাজ্য > মেদিনীপুর > মনোনয়নপত্র জমা করে কি বললেন মমতা, জেনে নিন!

মনোনয়নপত্র জমা করে কি বললেন মমতা, জেনে নিন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কথা মতই নন্দীগ্রামে প্রার্থী হয়েছেন তিনি। আর এবার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র পেশ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আজ হলদিয়ার মহকুমা শাসকের দপ্তরে গিয়ে এই বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে নিজের মনোনয়নপত্র পেশ করেন তিনি। আর তারপরেই নন্দীগ্রাম যে তার কাছে অত্যন্ত আবেগের, তা আরও একবার তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, এদিন নন্দীগ্রামের তৃনমূল প্রার্থী হিসেবে নিজের মনোনয়নপত্র পেশ করে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই তিনি বলেন, “নন্দীগ্রাম আন্দোলনের সময় আমি সবসময় মানুষের পাশে ছিলাম। সেই সময় এখানে অনেক নেতাই ছিলেন। কিন্তু আমি সর্বক্ষণ মানুষের পাশে থেকেছি। আমি আগেই বলেছি, ভুলতে পারি নিজের নাম, ভুলবো নাকো নন্দীগ্রাম। নন্দীগ্রামকে আমি ভুলতে পারি না। আমি চিরকাল স্ট্রিট ফাইটার। তাই নন্দীগ্রামে লড়াই করার সিদ্ধান্ত নিলাম। আশা করি, নন্দীগ্রামের মানুষ আমাকে আশীর্বাদ করবেন। সবার কাছে শুভেচ্ছা, দোয়া প্রার্থনা করছি।”

বলা বাহুল্য, একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের সতীর্থ শুভেন্দু অধিকারী এখন তার প্রতিপক্ষ ভারতীয় জনতা পার্টিতে নাম লেখানোর পর শুভেন্দু অধিকারী প্রতিটি সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে শুরু করেছিলেন। আর তারপরই মেদিনীপুরের মাটি এবং নন্দিগ্রামের মাটি যে তৃণমূলের দখলেই রয়েছে, তা প্রমাণ করার জন্য তিনি বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে প্রার্থী হবেন বলে জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শেষ পর্যন্ত তৃণমূলের প্রার্থী তালিকার দিকে নজর ছিল সকলের। সম্প্রতি তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করতে গিয়ে তিনি বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামেই প্রার্থী হবেন বলে জানিয়ে দেন তৃণমূল নেত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে বিজেপির পক্ষ থেকে কে প্রার্থী হবে, তার জন্য মুখিয়ে ছিলেন সকলে। অবশেষে সম্প্রতি বিজেপির পক্ষ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করে শুভেন্দু অধিকারীকেই এখানে প্রার্থী করা হয়েছে। আর তারপরেই জমে উঠেছে লড়াই। মঙ্গলবার নন্দীগ্রামে কর্মীসভা করে আন্দোলনের আঁতুড়ঘরকে “নিজের ঘর” বলে আখ্যায়িত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর বুধবার সেই নন্দীগ্রাম বিধানসভা তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়ে মানুষের কাছে আশীর্বাদ চাইলেন তৃণমূল নেত্রী।

বিশ্লেষকরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে প্রার্থী হওয়ায় এখানে যে জোর লড়াই হবে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে, তা বলাই যায়। শেষ পর্যন্ত কারা জয়লাভ করবে, তা ভোটবাক্স খোলার পরই প্রমাণ হয়ে যাবে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের পক্ষ থেকে এখানে প্রার্থী হওয়ার পরেই তাকে “বহিরাগত” বলে কটাক্ষ করতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি।

তবে নিজেকে “ঘরের মেয়ে” বলে পাল্টা মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছেন তৃণমূল সুপ্রিমো। আর এই পরিস্থিতিতে মনোনয়নপত্র জমা দেওয়ার পর আরও একবার তিনি নন্দীগ্রামের “ঘরের মেয়ে” বলে বোঝানোর চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!