এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > তাপসী মালিকের বাবাকে বেইমান আখ্যা দিয়ে তৃণমূলের মন্ত্রী জানিয়ে দিলেন ‘দলে স্থান নেই’

তাপসী মালিকের বাবাকে বেইমান আখ্যা দিয়ে তৃণমূলের মন্ত্রী জানিয়ে দিলেন ‘দলে স্থান নেই’


রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের আন্দোলনের আঁতুরঘর সিঙ্গুরে গোষ্ঠীদ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। সিঙ্গুর আন্দোলনের অন্যতম পুরোধা মাস্টারমশায় তথা স্থানীয় বিধায়ক রবীন্দ্রনাথ ভটাচার্যের ইচ্ছা অনুসারে ‘শহীদ’ তাপসী মালিকের বাবা মনোরঞ্জন ভট্টাচার্য এবারে পঞ্চায়েত নির্বাচনে দাঁড়ান। কিন্তু দল তাঁর প্রার্থীপদ মঞ্জুর করে নি, উল্টে মনোরঞ্জনবাবুর অভিযোগ তাপসী মালিক হত্যাকাণ্ডে যুক্ত পরিবারের সদস্যকে টিকিট দিয়েছে শাসকদল। আর তাই প্রতিবাদ জানাতে তিনি দলের আদেশ অমান্য করেই মনোনয়ন পত্র প্রত্যাহার করেননি, উল্টে নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়ে গেছেন। এই খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হতেই, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মনোরঞ্জনবাবুকে বিজেপিতে যোগ দিতে আহ্বান করেন। এমনকি মনোরঞ্জনবাবু চাইলে বিজেপি তাঁকে সরাসরি নির্বাচনে সমর্থন জানাবেন বলেও জানান দিলীপবাবু।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

কিন্তু মনোরঞ্জনবাবু স্পষ্ট জানিয়ে দেন, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই তাঁর আদর্শ। আর তাই তিনি দল ছাড়ছেন না, ‘দিদির’ নামেই মানুষের কাছে ভোট চাইতে যাবেন। তাঁর প্রতিবাদ দলের সেইসব নেতাদের বিরুদ্ধে যাঁরা নাকি সব জেনেশুনেও তাঁর মেয়ের হত্যাকারীর পরিবারের সদস্যকে তৃণমূলের টিকিট দিচ্ছেন। কিন্তু, মনোরঞ্জনবাবুর এহেন মন্তব্যের পরেও, তাৎপর্যপূর্ণভাবে রাজ্যের মন্ত্রী তথা দলের তরফে দায়িত্বপ্রাপ্ত নেত্রী অসীমা পাত্র জানিয়েছেন, দলে বেইমানদের স্থান নেই। এমনকি, জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তপন দাশগুপ্ত জানিয়েছেন, মনোরঞ্জন মালিক নিজের ইচ্ছেয় দাঁড়িয়েছেন। ফলে সবমিলিয়ে, সিঙ্গুরে মনোরঞ্জন মালিককে নিয়ে ক্রমশ জট বাড়ছে, সাথে সাথেই অস্বস্তি বাড়ছে শাসকদলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!