এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > মন্ত্রী হতেই তৃণমূলের কাঠগড়ায় নিশীথ, ভিন্ন তথ্য দিয়ে বিভ্রান্তির অভিযোগ!

মন্ত্রী হতেই তৃণমূলের কাঠগড়ায় নিশীথ, ভিন্ন তথ্য দিয়ে বিভ্রান্তির অভিযোগ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক। যার জেরে রীতিমতো উজ্জীবিত উত্তরবঙ্গের সাধারণ মানুষ থেকে শুরু করে কোচবিহারের বাসিন্দারা। কিন্তু নিশীথ প্রামানিক কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে না পেতেই তাকে কেন্দ্র করে বিতর্ক উস্কে দিল তৃণমূল কংগ্রেস। যেখানে লোকসভার সাইটে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে এক তথ্য এবং হলফনামা জমা দেওয়ার সময় আর এক তথ্য দেওয়াকে কেন্দ্র করে রীতিমতো কোচবিহারের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রীকে আক্রমণ করতে শুরু করেছে ঘাসফুল শিবির। ইতিমধ্যেই এই বিষয়ে ফেসবুকে একটি পোস্ট করে সরব হয়েছেন কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা কোচবিহার জেলা তৃনমূল কংগ্রেসের সভাপতি পার্থপ্রতিম রায়।

কেন দুই জায়গায় দুই রকম তথ্য দিয়েছেন সদ্য কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পাওয়া নিশির প্রামাণিক, এখন এই বিষয়ে একটি প্রশ্ন সামনে রেখে বিজেপি এবং নিশীথবাবুকে ক্রমাগত আক্রমণের রাস্তা বেছে নিয়েছে ঘাসফুল। আর কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পাওয়ার সাথে সাথেই যেভাবে নিশীথ প্রামানিককে বিতর্ক গ্রাস করতে শুরু করল, এখন তাতে রীতিমতো চাপে হেভিওয়েট এই বিজেপি সাংসদ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, এদিন নিশীথ প্রামানিক কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতেই একটি ফেসবুক পোস্ট করেন কোচবিহার জেলা তৃনমূল কংগ্রেসের সভাপতি তথা প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়। যেখানে তিনি লেখেন, “শুনলাম কোচবিহারের সাংসদ মন্ত্রী হচ্ছেন। বেশ ভালো কথা। কিন্তু লোকসভার সাইট খুলতে গিয়ে চক্ষু চড়কগাছ। ওয়েবসাইটের সাংসদ মহাশয়ের শিক্ষাগত যোগ্যতা দেখাচ্ছে, বিসিএ। কিন্তু ভোটে দাঁড়ানোর সময় হলফনামায় জমা দেওয়া সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক। আমি না বিষয়টা বুঝতে পারলাম না। কেউ কি বোঝাবেন! নাকি সাংসদ মহাশয় নিজেই বিষয়টা খোলসা করবেন! সামাজিক মাধ্যমেই কোচবিহারের মানুষের কাছে প্রশ্ন রাখলাম।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর প্রাক্তন সাংসদ তথা তৃণমূলের হেভিওয়েট নেতা নিশীথ প্রামাণিকের দুই রকম শিক্ষাগত যোগ্যতার তথ্য দেওয়ার ঘটনাকে হাতিয়ার করে যেভাবে তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব হলেন, তাতে রীতিমতো চাপে কেন্দ্রীয় মন্ত্রীসভায় জায়গা পাওয়া নিশীথ প্রামানিক। একাংশের প্রশ্ন, সত্যিই তো তাই! কিছুদিন আগে তৃণমূল সাংসদ নুসরাত জাহান নিজের বিবাহিত জীবন সম্পর্কে যে তথ্য দিয়েছেন, তা নিয়ে বিভ্রান্তির অভিযোগ তুলেছিল ভারতীয় জনতা পার্টি। এক্ষেত্রে দুই রকম তথ্য দেওয়ার অভিযোগ তুলে নুসরাত জাহানের সাংসদ পদ খারিজের আবেদন জানাতেও দেখা গিয়েছিল এক বিজেপি সাংসদকে।

আর এই পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রীসভায় জায়গা পাওয়া কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক ওয়েবসাইটের এক তথ্য দিলেও নির্বাচনী হলফনামায় কেন আর এক তথ্য দিয়েছেন শিক্ষাগত যোগ্যতা নিয়ে? এখন সেই প্রশ্নকে সামনে রেখে বিজেপিকে আরও বেশি করে চাপে ফেলার মরিয়া চেষ্টার পথ বেছে নিল ঘাসফুল শিবির বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

তবে পার্থপ্রতিম রায় এই বিষয়কে প্রশ্ন আকারে সোশ্যাল মিডিয়ার সামনে রেখে বিজেপি এবং নিশীথ প্রামাণিককে চাপে ফেলার চেষ্টা করলেও, তাকে গুরুত্ব দিতে চাইছে না ভারতীয় জনতা পার্টি। এই ব্যাপারে পাল্টা নিজেদের যুক্তি দিতে দেখা গিয়েছে গেরুয়া শিবিরকে। এদিন এই প্রসঙ্গে বিজেপির রাজ্য কমিটির অন্যতম সদস্য দীপ্তিমান সেনগুপ্ত বলেন, “পার্থবাবু নিজে প্রাক্তন সাংসদ হয়ে এই ধরনের প্রশ্ন করতে লজ্জা লাগে না? নিশীথ প্রামাণিকের শিক্ষাগত যোগ্যতা যদি জানতে হয়, তাহলে আরটিআই করে জেনে নিন। কোচবিহারের ইতিহাসে এই প্রথম কেউ মন্ত্রী হলেন। পার্থবাবু সেই বিষয়টি মেনে নিতে পারছেন না।” তবে দীপ্তিমান সেনগুপ্ত নিজের বক্তব্যের মধ্য দিয়ে পার্থপ্রতিম রায়কে কটাক্ষ করলেও, যে বিষয়ে পার্থবাবু প্রশ্ন করেছেন সেই ব্যাপারে অবশ্য কোনো জবাব দিতে দেখা গেল না তাকে। আর এটাই এখন তৃণমূলের কাছে প্রধান প্রশ্নের কারণ হয়ে দাঁড়াচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, সামনেই 2024 এর লোকসভা নির্বাচন। তার আগে কোচবিহারের মাটিকে আরও বেশি করে শক্তিশালী করতে এবং উত্তরবঙ্গের মানুষকে বিজেপির দিকে রাখতে উত্তরবঙ্গ থেকে দুইজন সাংসদকে মন্ত্রীসভায় জায়গা দেওয়া হয়েছে। আর এটা যে বিজেপির আগামী লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে ভালো ফল করার একটা অন্যতম কৌশল, তা বুঝতে পেরেছে তৃণমূল কংগ্রেস। আর সেই কারণেই নিশীথ প্রামানিক মন্ত্রী হওয়ার সাথে সাথেই তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তির অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় সরব হতে দেখা গেল তৃণমূলের পার্থপ্রতিম রায়কে। তবে গোটা বিষয়ে পার্থবাবু সরব হতেই নিজেদের মতো করে যুক্তি দিতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। তবে এই ব্যাপারে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা সদ্য কেন্দ্রীয় মন্ত্রী হওয়া নিশীথ প্রামানিক কি প্রতিক্রিয়া দেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!