এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মন্ত্রী হয়েই অসম্ভবকে সম্ভব সাধনে চ্যালেঞ্জ মানসের, দিলেন বড় হুঁশিয়ারি!

মন্ত্রী হয়েই অসম্ভবকে সম্ভব সাধনে চ্যালেঞ্জ মানসের, দিলেন বড় হুঁশিয়ারি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  2011 সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরেও বিভিন্ন সময়ে বালি মাফিয়াদের দৌরাত্ম্য লক্ষ্য করা গিয়েছে। যেখানে নদী থেকে অসাধু উপায়ে বালি তৈরির ঘটনা সামনে এসেছে। এমনকি এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী তরফে বারবার কড়া বার্তা দেওয়া হলেও, লাভের লাভ কিছুই হয়নি। উল্টে আরও বেশি করে বেড়েছে সেই বালি মাফিয়া চক্র। সম্প্রতি তৃতীয় বারের জন্য বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যের ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। বিধায়ক হিসেবে নির্বাচিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীসভায় জায়গা পেয়েছেন মানস ভুঁইয়া।

বর্তমানে রাজ্যের জল সম্পদ উন্নয়ন মন্ত্রী তিনি। আর মন্ত্রী হওয়ার পরেই এবার দীর্ঘদিন ধরে বালি মাফিয়াদের দৌরাত্ম নিয়ে যে অভিযোগ করতে শুরু করেছিল, তাকে আটকানোই প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়াল মানসবাবুর কাছে। আর সেই কারণেই প্রশাসনিক বৈঠকে যোগ দিতে এসে রীতিমতো অসাধু উপায়ে বালি তোলা বন্ধ করার কথা জানিয়ে দিলেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, মঙ্গলবার মেদিনীপুরে একটি প্রশাসনিক বৈঠকে যোগ দিতে আসেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভুঁইয়া। আর সেখানেই বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অসাধু উপায়ে বালি তোলা বন্ধ করার কথা জানিয়ে দেন তিনি। মন্ত্রী বলেন, “নদীগুলো থেকে অসাধু উপায়ে বালি তোলা হচ্ছে বলে খবর রয়েছে। কোনোভাবেই নদী থেকে বেআইনি বালি তোলা যাবে না। অবৈধ পাচার চক্রের তৎপরতা বন্ধ করতে হবে। এক্ষেত্রে পুলিশ প্রশাসনকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাছাড়া আমাদের পক্ষ থেকেও বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।” অর্থাৎ দীর্ঘদিন ধরে তৈরি হওয়ার সমস্যা এবার নিরসনের জন্য রীতিমতো উদ্যোগ নিতে দেখা গেল রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রীকে।

বিশ্লেষকরা বলছেন, এর আগেও বারবার বালি মাফিয়া চক্র বন্ধ করবার জন্য চেষ্টা করা হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। প্রতিনিয়ত নদী থেকে অবৈধভাবে বালি তোলার ঘটনা প্রকাশ্যে এসেছে। যার জেরে সরকারকে কটাক্ষ করেছে বিরোধীরা। কিন্তু এবার তৃতীয় তৃণমূল সরকারের মন্ত্রিসভায় জায়গা পেয়ে প্রশাসনিক বৈঠকে যোগ দিতে এসে এই ব্যাপারে যে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে, তা জানিয়ে দিলেন রাজ্যের নতুন জলসম্পদ উন্নয়ন মন্ত্রী। তবে মানসবাবুর ক্ষেত্রে এই অসম্ভব সাধন করার কাজে কতটা সাফল্য আসে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!