এখন পড়ছেন
হোম > রাজনীতি > মন্ত্রীকে লক্ষ্য করে বোমার ঘটনায় প্রতিক্রিয়া রাজ্যপালের, জেনে নিন, কি বললেন তিনি!

মন্ত্রীকে লক্ষ্য করে বোমার ঘটনায় প্রতিক্রিয়া রাজ্যপালের, জেনে নিন, কি বললেন তিনি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের নেতা জাকির হোসেনকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ উঠেছে। যে ঘটনায় গুরুতর ভাবে আক্রান্ত হন এই মন্ত্রী। আর তারপর থেকেই রীতিমত রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে নানা মহলে প্রশ্ন তৈরি হতে শুরু করে। আর এই পরিস্থিতিতে এবার রাজ্যের মন্ত্রীকে লক্ষ্য করে বোমা ছোড়ার ঘটনা নিয়ে তদন্তের দাবি জানালেন রাজ্যপাল জাগদীপ ধনকার। সূত্রের খবর, এদিন মন্ত্রী জাকির হোসেনকে দেখতে এসএসকেএম হাসপাতালে যান রাজ্যের সাংবিধানিক প্রধান। আর তারপরই বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের কাছে দাবি করতে দেখা যায় তাকে।

এদিন এই প্রসঙ্গে রাজ্যপাল জাগদীপ ধনকার বলেন, “মোট 15 জন জখম হয়েছে। একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। মন্ত্রী ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে আছেন। এই ঘটনার তীব্র নিন্দা করি। এই ধরনের ঘটনা আমাদের সমাজের জন্য লজ্জার। এটা আমাদের সবার জন্য একটা সতর্কীকরণ। এটা স্মরণ করিয়ে দেয় যে, হিংসায় কোনো সীমা হয় না। ভীষণ দক্ষতার সঙ্গে তদন্ত প্রয়োজন। আমি সবাইকে অনুরোধ করব, একসঙ্গে কাজ করার। রাজ্য সরকার সিট গঠন করেছে। তবুও বলছি যে, এটা বিস্ফোরণের ঘটনা। যাদের বিশেষ দক্ষতা আছে, তাদের দিয়ে তদন্ত করাতে হবে। সবাইকে একসঙ্গে কাজ করে আসল কারণ খুঁজে বের করতে হবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ এনআইএ তদন্তের মধ্যে দিয়ে গোটা ঘটনার আসল রহস্য উন্মোচন করার পক্ষে জোর দিলেন রাজ্যপাল জাগদীপ ধনকার। স্বাভাবিক ভাবেই তার এই ধরনের দাবিকে কেন্দ্র করে এবার নতুন করে জল্পনা ছড়িয়ে পড়েছে রাজ্য রাজনীতিতে।পর্যবেক্ষকদের একাংশ বলছেন, নির্বাচনের আগেই যদি একজন মন্ত্রী তথা জনপ্রতিনিধি এই ধরনের হামলার শিকার হন, তাহলে নির্বাচনের সময় কি কি হতে পারে, তা ভেবে অনেকেরই গা শিউরে উঠতে শুরু করেছে।

এমনিতেই রাজ্য প্রথম রাজ্যপালের সংঘাত মাঝেমধ্যেই সামনে চলে আসে। বিরোধীদের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। আর এর মাঝে হঠাৎ করে রাজ্যের হেভিওয়েট মন্ত্রীকে লক্ষ্য করে বোমা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে কার্যত প্রশ্নচিহ্নের মুখে ঠেলে দিয়েছে। স্বাভাবিকভাবেই আক্রান্ত মন্ত্রীকে দেখে এসে এবারে এনআইএ তদন্তের ওপর জোর দিলেন রাজ্যপাল জাগদীপ ধনকার। এখন সাংবিধানিক প্রধানের এই দাবি কতটা মান্যতা পায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!