এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মন্ত্রীত্ব ছাড়ার পর আজ অবশেষে শুভেন্দুর সভা, রাজনৈতিক ‘বিস্ফোরণের’ জল্পনায় গোটা বাংলা

মন্ত্রীত্ব ছাড়ার পর আজ অবশেষে শুভেন্দুর সভা, রাজনৈতিক ‘বিস্ফোরণের’ জল্পনায় গোটা বাংলা


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে। শুক্রবার মন্ত্রী পদ থেকে ইস্তফা দেন তিনি। যার পরেই তিনি দলত্যাগ করতে পারেন বলে আশঙ্কা তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে। এদিকে মন্ত্রীপদ থেকে ইস্তফা দেওয়ার পরেই রবিবার প্রথম সভা করতে চলেছেন মহিষাদলে। জানা গেছে সদ্যপ্রয়াত স্বাধীনতা সংগ্রামী রনজিত বয়ালের স্মরণসভায় উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা।

এতদিন তিনি বিভিন্ন সভায় উপস্থিত থাকলেও, তার নামের আগে মন্ত্রী শব্দ বসানো হত। কিন্তু এবার এই প্রথম মন্ত্রী না থেকে শুধুমাত্র বিধায়ক হিসেবে কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকছেন তিনি। স্বাভাবিক ভাবেই দলের সঙ্গে তার যখন দূরত্ব তৈরি হয়েছে, তখন মহিষাদলের এই সভা থেকে শুভেন্দু অধিকারী তার অবস্থান স্পষ্ট করতে পারেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যাকে কেন্দ্র করে এখন দিনভর এই সভা নিয়ে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে।

এদিকে শুক্রবার মন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর শনিবার সারাটা দিন কাঁথির বাড়িতেই ছিলেন শুভেন্দুবাবু। জানা যায়, শুক্রবার রাতে বাড়ি ফেরার পর মায়ের অসুস্থতার কারণে শনিবার আর বাড়ি থেকে বেরোননি তিনি। আর এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের একাংশ যখন শুভেন্দু অধিকারীর অবস্থা নিয়ে চিন্তিত, ঠিক তখনই রবিবার তিনি উপস্থিত হচ্ছেন মহিষাদলের সভাতে।

একাংশ বলছেন, শুভেন্দু অধিকারীর সঙ্গে সমস্ত কিছু মিটিয়ে নেওয়ার জন্য দলের তরফে আলোচনার আহ্বান জানানো হচ্ছে। কিন্তু সেই আলোচনায় সময় না দিয়ে মহিষাদলের সভায় উপস্থিত হয়ে শুভেন্দু অধিকারী কার্যত বুঝিয়ে দিতে চাইবেন যে, তার সঙ্গে দলের দূরত্ব আরও বাড়তে শুরু করেছে। তবে তার এই সভা বর্তমান সময়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

কেননা এই সভা থেকেই শুভেন্দু অধিকারী এমন কিছু বক্তব্য রাখতে পারেন, যা আগামী দিনে বাংলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ সমীকরণের সৃষ্টি করবে বলেই দাবি একাংশের। স্বভাবতই মহিষাদলের সভায় শুভেন্দু অধিকারী কি বক্তব্য রাখবেন, এখন সেটাই চাঞ্চল্যের বিষয় হয়ে দাঁড়িয়েছে গোটা বাংলাজুড়ে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকেই বলতে শুরু করেছেন, অতীতে শুভেন্দু অধিকারীকে নিয়ে যখন জল্পনা তীব্র হয়েছিল, তখন মনে করা হয়েছিল, রামনগরের সভা থেকে তিনি অনেক কিছু বলবেন। কিন্তু শেষ পর্যন্ত সেই সভায় উপস্থিত হয়ে জল্পনায় জল ঢেলে দিয়েছিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী। পরিষ্কারভাবে দলের প্রতি নিজের আনুগত্যের কথা জানিয়ে দিয়েছিলেন। কিন্তু তার পরেই হঠাৎ করে মন্ত্রীপদ থেকে ইস্তফা দিতে দেখা যায় তাকে।

তবে অতীতের মত শুভেন্দু অধিকারী এই সভায় উপস্থিত হলেও রাজনৈতিক কথা বলবেন কিনা, তা নিয়ে একাংশ যথেষ্ট সংশয় রয়েছে। তবে অপর অংশ বলছেন, রাজনৈতিক কথা সেভাবে না বললেও, শুভেন্দু অধিকারী ইঙ্গিতের মধ্যে দিয়ে বুঝিয়ে দেবেন, তিনি ঠিক কি করতে চলেছেন! আর তাই রবিবার মহিষাদলের এই সভা বঙ্গ রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই দাবি বিশ্লেষকদের।

ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী মন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর তার সঙ্গে আলাপ-আলোচনা চালানোর কথা জানাতে দেখা গেছে তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায়কে। আর এই অবস্থায় শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূল কংগ্রেসকে কোনো আলোচনায় বসতে দেখা যায়নি। তাই এই পরিস্থিতিতে মন্ত্রীপদ ছাড়ার পর শুভেন্দু অধিকারীর যখন দলত্যাগের জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে, তখন মহিষাদলের সভা থেকে তৃণমূল কংগ্রেসের এই শীর্ষ নেতা কোনো বার্তা দেন কিনা, সেদিকেই নজর রয়েছে গোটা রাজনৈতিক মহলের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!