এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মন্ত্রিসভায় একাধিক নতুন মুখ ! পরিবহনে ফিরহাদের স্থানে কে ? বাবুল পেলন কোন দপ্তর জেনে নিন !

মন্ত্রিসভায় একাধিক নতুন মুখ ! পরিবহনে ফিরহাদের স্থানে কে ? বাবুল পেলন কোন দপ্তর জেনে নিন !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পরেই  জানা গিয়েছিল রাজ্য মন্ত্রিসভায় রদবদল ঘটাতে চলেছে আর সেই মতো আজ বিকেলে ঘটে গেল সেই রদবদল। মন্ত্রিসভায় স্থান পেল একাধিক নতুন মুখ , এদের মধ্যে অন্যতম ছিলেন বিজেপি থেকে আসা তথা কেন্দ্রীয় মন্ত্রি বাবুল সুপ্রিয় ,যিনি  কেন্দ্রীয় মন্ত্রিত্ব ও সাংসদ পদ ছেড়ে পদ্মশিবির থেকে নাম লেখান ঘাসফুল শিবিরে । 

আজ বুধবার রাজভবনে গিয়ে বিকেল ৪টায় মন্ত্রিসভায় নতুন আট জন মন্ত্রি হিসাবে শপথ গ্রহণ করেন ।এর পরে বন্টন হয় দপ্তর যদিও সূত্রের খবরে আগেই আভাস পাওয়া যাচ্ছিল পরিবহণ দফতর হাতছাড়া হতে পারে ফিরহাদ হাকিমের আর এবার সেই জল্পনাতেই পড়ল সীলমোহর ।মন্ত্রিসভার রদবদলের ফলে এবার পরিবহণ মন্ত্রী হলেন স্নেহাশিস চক্রবর্তী ।

এছাড়াও রদবদল হয়েছে অন্য দপ্তর গুলি । দেখে নিন এক নজরে- রাজ্যের  তথ্যপ্রযুক্তি ও পর্যটন মন্ত্রী হলেন বাবুল সুপ্রিয় ,পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী হলেন প্রদীপ্ত মজুমদার , সেচ ও জলপথ মন্ত্রী হলেন পার্থ ভৌমিক ,পরিষদীয় মন্ত্রী হলেন শোভনদেব চট্টোপাধ্যায় , জনস্বাস্থ্য কারিগরি এবং পূর্ত দফতরের মন্রি হলেন পুলক রায় , স্বাধীন দায়িত্বপ্রাপ্ত (মত্‍স্য) মন্ত্রী হলেন বিপ্লব রায়চৌধুরী , স্বাধীন দায়িত্বপ্রাপ্ত (স্বনির্ভর-স্বনিযুক্তি গোষ্ঠী) মন্ত্রী হলেন বীরবাহা হাঁসদা , ক্ষুদ্র ছোটো মাঝারি শিল্প এবং বস্ত্র দফতরের প্রতিমন্ত্রী হলেন  তাজমুল হোসেন , উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী হলেন উদয়ন গুহ , শিক্ষা প্রতিমন্ত্রী হলেন সত্যজিত্‍ বর্মণ এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রী হলেন শশী পাঁজা সেই সাথে তাঁর হাতে থাকছে নারী ও শিশুকল্যাণ দফতর ।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!