এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মন্ত্রীত্ব হারাতেই বেতনে কাটছাঁট পার্থর ! বন্ধ হচ্ছে অতিরিক্ত ভাতা !

মন্ত্রীত্ব হারাতেই বেতনে কাটছাঁট পার্থর ! বন্ধ হচ্ছে অতিরিক্ত ভাতা !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-   শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বেনিয়মের অভিযোগে  গ্রেপ্তার হওয়ার পর বর্তমানে জেল হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ,তবে গ্রেপ্তার হওয়ার পরই দলের সমস্ত পদ এবং মন্ত্রীপদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। কিছু দিন আগে তাঁকে বিধানসভার সব কমিটি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় বর্তমানে তিনি বিধানসভার কমিটি ও স্থায়ি সমিতির কোনো পদেই নেই । ফলে মন্ত্রীত্বের পর এবার কোপ পড়তে চলেছে বিধায়কের ভাতেও ।

সূত্রের খবর বর্তমানে পার্থ বিধানসভার কমিটির সদস্য না থাকায় অন্যান্য বিধায়কের মতো পার্থ চট্টোপাধ্যায় বৈঠকে যোগ দেওয়ার ওই ৬০ হাজার টাকা ভাতা আর পাবেন না। প্রসঙ্গ উল্লেখ্য যে  বিধানসভার বিভিন্ন কমিটিতে সহ আরো অন্যান্ন বেশকিছু মিলিয়ে একজন বিধায়ক প্রায় ৮২ হাজার টাকা মতো ভাতা পেয়ে থাকেন । যেহেতু পার্থ চট্টোপাধ্যায় এখন জেল হেফাজতে থাকায় বিধানসভার কমিটি ও স্থায়ী সমিতির কোনওটিতেই যোগ দিয়ে পারছেন না তিনি তাই বেতন ছাড়া ঐ সমস্ত অতিরিক্ত ভাতা পাবেন না বলে জানা যাচ্ছে অর্থাৎ কমিটির বৈঠকের ভাতা বাদ দিলে বেতন বাবদ বরাদ্দ টাকাটুকু পাবেন এমনটা জানা যাচ্ছে । তবে এখন দেখার বিষয় আগামীতে গোটা পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে নজর থাকবে সকলের ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!