এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > হেরেই মেজাজ হারিয়ে সভাপতিকে হুঁশিয়ারি মুনমুনের, দলের ক্ষোভ দলের নেতার বিরুদ্ধে

হেরেই মেজাজ হারিয়ে সভাপতিকে হুঁশিয়ারি মুনমুনের, দলের ক্ষোভ দলের নেতার বিরুদ্ধে


গত 2014 সালের লোকসভা নির্বাচনে সারা রাজ্যে তৃনমুল ভালো ফল করলেও আসানসোল লোকসভা কেন্দ্র দখল করতে পারেনি। সেখানে জয়লাভ করেছিল বিজেপির বাবুল সুপ্রিয়। আর এবার 2014 সালের পর 2019 সালের লোকসভা নির্বাচনে আসানসোলে ঘাসফুল ফোটাতে বিগত লোকসভা নির্বাচনে বাঁকুড়া থেকে জয়ী অভিনেত্রী মুনমুন সেনকে আসানসোলে প্রার্থী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে প্রার্থী হওয়ার পর থেকেই একের পর এক বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে উঠে এসেছিলেন এই মুনমুন সেন।ভোটের দিন ঘুম থেকে দেরি করে ওঠার কারণ হিসেবে তিনি বেডটি পাননি, তাই সেইভাবে ভোটের খবর রাখতে পারেননি বলে মন্তব্য করতে দেখা গিয়েছিল আসানসোলের এই তৃণমূল প্রার্থীকে। তারপরে বিদ্যাসাগরের মূর্তি ভাঙ্গাকে সামান্য ঘটনা বলে বিতর্ক বাড়িয়ে দিয়েছিলেন তিনি।

আর এবার আসানসোলে বিজেপির বাবুল সুপ্রিয়র বিপুল ভোটে পরাজয় হওয়ায় দলের জেলা সভাপতির বিরুদ্ধেই রীতিমত ক্ষোভ উগরে দিলেন আসানসোলের তৃণমূল প্রার্থী মুনমুন সেন। প্রসঙ্গত, আসানসোলে বিজেপির বাবুল সুপ্রিয়র কাছে প্রায় 2 লক্ষ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন তৃণমূলের মুনমুন সেন। যেখানে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর থেকে 54 হাজার কম ভোট পাওয়ায় তৃণমূলের অনেকেই মুনমুন সেনের এই হারের জন্য আসানসোলের দুই তৃণমূল নেতা তাপস বন্দ্যোপাধ্যায় এবং উজ্জ্বল চট্টোপাধ্যায়কেই দায়ী করতে শুরু করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে কুলটি বিধানসভা থেকে 50 হাজারের কম ভোট পেয়েছেন তৃণমূল প্রার্থী। জানা গেছে, এই কুলটিতে উজ্জ্বল চট্টোপাধ্যায় তৃণমূলের দাপুটে নেতা হিসেবে পরিচিত। হলে সেই কুলটিতেও তৃণমূল প্রার্থী ব্যাপক ভোটে পিছিয়ে পড়ায় তার ভূমিকা নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন।

অন্যদিকে রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বিধানসভা এলাকা আসানসোল উত্তরে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র থেকে 20 হাজার 314 টি ভোট কম পেয়েছেন তৃণমূলের মুনমুন সেন। পাশাপাশি রানিগঞ্জে 30 হাজার 710, জামুড়িয়ায় 18 হাজার 52 এবং বারাবনিতে নিতে 17 হাজার 875 টি ভোট পেয়ে পরাজিত হতে হয়েছে আসানসোলে তৃণমূল প্রার্থী মুনমুন সেনকে।

আর এইভাবে আসানসোল লোকসভা কেন্দ্রে বিপুল ভোটে বিজেপি প্রার্থীর কাছ থেকে পরাজয় হওয়ায় তা মেনে নিতে পারেননি তৃণমূল প্রার্থী। আর তাইতো যখন গণনা কেন্দ্রে ঢুকে তিনি দেখলেন আসানসোলের মাটি গেরুয়া আবিরে ছেয়ে আছে, ঠিক তখনই সাথে থাকা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি ভি শিবদাসন দাশুর বিরুদ্ধে কার্যত ক্ষোভ উগরে দিলেন মুনমুন সেন।

এদিন নিজের হার দেখে পাশে থাকা জেলা সভাপতির উদ্দেশ্যে মুনমুন সেন বলেন, “ওয়েট অ্যান্ড সি। দেখো তোমার কি হয়!” আর গণনা কেন্দ্রে হার মেনে নিতে না পারাতেই জেলা সভাপতির বিরুদ্ধে প্রকাশ্যে এহেন বিস্ফোরক হুশিয়ারি দিতে দেখা গেল মুনমুন সেনকে বলে মনে করছে বিশেষজ্ঞ মহলের একাংশ। সব মিলিয়ে প্রার্থী হওয়া থেকে শুরু হওয়া বিতর্ক হেরে যাওয়া পর্যন্ত জিইয়ে রাখলেন আসানসোলের তৃণমূল প্রার্থী মুনমুন সেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!