এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মরার উপর খাঁড়ার ঘা! CBI জেলে পুড়তেই এবার ববি-মদনদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে চায় ইডি?

মরার উপর খাঁড়ার ঘা! CBI জেলে পুড়তেই এবার ববি-মদনদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে চায় ইডি?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কথায় বলে বিপদ কখনও একা আসে না। গতকাল নারদ কান্ডে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের ৪ হেভিওয়েট। যাদের মধ্যে রয়েছেন ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়। প্রথমে তাঁদের নিজাম প্যালেসে আনা হয়েছিল। এরপর তাঁদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় সিবিআই।

যদিও সিবিআইয়ের বিশেষ আদালত গতকাল সন্ধ্যায় এই হেভিওয়েটদের জামিন মঞ্জুর করে। তবে, এরপর হাইকোর্ট নিম্ন আদালতের সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ জারি করে। আগামীকাল পর্যন্ত তাঁদের প্রেসিডেন্সি জেলে থাকার নির্দেশ দেয়া হয়েছে। আর এবার, আরো বড়সড় বিপাকে পড়তে চলেছেন রাজ্যের এই চার হেভিওয়েট।

সিবিআইয়ের পদক্ষেপে জেলবন্দি হয়েছেন তাঁরা। এবার তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে চলেছে ইডি। নারদ কান্ডের তদন্তে ইডির পক্ষ থেকে বেশ কয়েকবার তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। নারদ কান্ডের আর্থিক লেনদেনের বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে ইডি। আর এবার এই চার হেভিওয়েটের সম্পত্তি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নিতে চলেছে ইডি। ফলে আরো বড়সড় বিপাকে পড়তে চলেছেন এই চার হেভিওয়েট।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল ৪ হেভিওয়েটকে গ্রেপ্তারের পর শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। স্থানে স্থানে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মীরা। রাস্তা অবরোধ চলে বহু স্থানে। মুখ্যমন্ত্রী উপস্থিত হন সিবিআই দপ্তরে। তিনি অভিযোগ করেন, বেআইনিভাবে দলের নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। হয় সিবিআই তাঁদের ছেড়ে দিক, না হলে তাঁকেও সিবিআই গ্রেপ্তার করুক। দীর্ঘ সময় সিবিআইয়ের দপ্তরে ছিলেন মুখ্যমন্ত্রী।

এরপর গতকাল সন্ধ্যার পর সিবিআইয়ের বিশেষ আদালত এই চার জনের জামিন মঞ্জুর করে। এরপর হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সিবিআই। হাইকোর্ট তাঁদের জামিনের ওপর নিষেধাজ্ঞা জারি করে। আগামী কাল পর্যন্ত তাঁদের জেল হেফাজতে থাকার নির্দেশ দেয় আদালত। এবার তাঁদের বিপদ বাড়াতে আসরে নামতে চলেছে ইডি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!