এখন পড়ছেন
হোম > রাজ্য > ‘প্রাক্তন’ জোটসঙ্গীর নতুন ‘অঙ্গীকারে’ পঞ্চায়েত নির্বাচনে উত্তরবঙ্গে অস্বস্তিতে বিজেপি

‘প্রাক্তন’ জোটসঙ্গীর নতুন ‘অঙ্গীকারে’ পঞ্চায়েত নির্বাচনে উত্তরবঙ্গে অস্বস্তিতে বিজেপি

‘প্রাক্তন’ জোটসঙ্গীর নতুন ‘অঙ্গীকারে’ উত্তরবঙ্গে পঞ্চায়েত নির্বাচন নিয়ে অস্বস্তিতে পড়লো বিজেপি।গোর্খা জনমুক্তি মোর্চা নেতা তথা জিটিএ চেয়ারম্যান বিনয় তামাং গোর্খাদের উদ্দেশ্য এক অনুরোধ করলেন যা তৃনমূলের জন্য খুশির খবর হলেও বিজেপির জন্য মোটেও তা সুখকর নয়। ‘ভোট দিন তৃণমূল কংগ্রেসকেই।’ এদিন তিনি কালচিনির ধর্মশালায় এক জনসভায় আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহন শর্মা-কে পশে বসিয়ে কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে এমনি বার্তা দিলেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

পাশাপাশি তিনি বলেন যে, “ডুয়ার্সের উন্নয়নের স্বার্থে এই এলাকায় তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া উচিত। আমি তাই সব গোর্খা সমর্থকদের আবেদন জানাব তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া জন্য।” এদিন বিনয় তামাং মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে জানান যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে পাহাড়ে শান্তি ফিরে এসেছে ও উন্নয়নের কর্মযজ্ঞ চলছে, তাই সেই ধারা বজায় রাখতে তৃণমূল কংগ্রসের হাত শক্ত করা দরকার। গোর্খাদের উন্নতির জন্য তৃণমূল কংগ্রেসই একমাত্র বিকল্প বলেও জানান তিনি। প্রসঙ্গত গতবার বিজেপিকে সমর্থন করেছিল গোর্খা এবং বিজেপি মাদারিহাট বিধানসভা দখল করেছিল। এবার তৃণমূলের হাত ধরায় বিজেপির অস্বতি বাড়লো বই কমল না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!