এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > গোষ্ঠীকোন্দল মেটাতে নেতা-মন্ত্রীকে ডেকে বৈঠকের পরেও সমাধান সূত্র মিলল কি তৃণমূলে?

গোষ্ঠীকোন্দল মেটাতে নেতা-মন্ত্রীকে ডেকে বৈঠকের পরেও সমাধান সূত্র মিলল কি তৃণমূলে?


কিছুদিন আগেই জলপাইগুড়ি জেলা তৃণমূল সভাপতি পদে বদল ঘটায় তৃনমূল। কৃষ্ণকুমার কল্যানীকে নতুন সভাপতি পদে নিয়োগ করা হয়। আর তারপরই এই ব্যাপারে কিছুটা উষ্মা প্রকাশ করতে দেখা যায় জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান মোহন বসুকে। যেখানে তিনি বলেছিলেন, “দল যখন সিদ্ধান্ত নিয়েছে তখন নিশ্চয়ই ভালো হবে। তবে জলপাইগুড়ি জেলার চা শ্রমিকদের মধ্যে এই ব্যাপারে কি প্রতিক্রিয়া হবে, তা আমি বলতে পারব না।”

আর কৃষ্ণকুমার কল্যানীকে নিয়ে জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যানের এহেন মন্তব্য কিছুটা হলেও তৃণমূলকে বিপাকে ফেলে। তবে নতুন সভাপতিকে নিয়ে যাতে কোনরূপ গোষ্ঠী কোন্দল না ঘটে, তার জন্য চলতি সপ্তাহেই জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান মোহন বসুকে কলকাতায় ডেকে পাঠানো হয়। যেখানে রাজ্য সভাপতি সুব্রত বক্সীর সঙ্গে দেখা করে বুধবার কলকাতা থেকে শিলিগুড়িতে ফিরে তিন জেলার কোর কমিটির চেয়ারম্যান তথা মন্ত্রী গৌতম দেবের সঙ্গে বৈঠক করেন মোহন বসু।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে গৌতমবাবুর সঙ্গে বৈঠকের আগে জলপাইগুড়ি জেলা তৃণমূল সভাপতি কৃষ্ণকুমার কল্যানীর সঙ্গেও এক দফা বৈঠক সেরেছেন মোহন বসু বলে জানা যায়। আর সেখানেই মোহনবাবুকে নতুন কোনো গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া হতে পারে বলে জল্পনা ছড়ায়। তাহলে কি এবার জলপাইগুড়ি জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কমতে চলেছে! আর তাই কি এবার কৃষ্ণকুমার কল্যানীকে মেনে নেওয়ার জন্য মোহন বসুকে গুরুত্বপূর্ণ পদ দেওয়ার কথা ভাবছে তৃণমূল!

এদিন এই প্রসঙ্গে কোর কমিটির চেয়ারম্যান গৌতম দেব বলেন, “মোহনদা আর আমি একসঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছি। কংগ্রেস করেছি, এখন তৃণমূল করছি। সমস্যার কিছু নেই। সকলে মিলে দলকে শক্তিশালী করাই একমাত্র লক্ষ্য।” অন্যদিকে এই ব্যাপারে মোহন বসু বলেন, “আমি তো কারো সম্পর্কে কিছু বলিনি। আমরা সকলেই তৃণমূলে আছি। নানা ধরনের প্রচার চলছে‌। গৌতমবাবুর সঙ্গে দলের সাংগঠনিক এবং উন্নয়নের কিছু বিষয় নিয়ে আলোচনা করতে এসেছিলাম।” সব মিলিয়ে সভাপতি বদলকে ঘিরে ক্রমশ অশান্তি বাড়ার সম্ভাবনা তৈরী হতেই একাধিক বৈঠক বলে জল্পনা গোটা জেলা জুড়েই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!