এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > মদন গড়ে আরও তীব্র পদ্মের জোড়! একুশের মহাযুদ্ধের আগে বড়সড় ভাঙন ধরল ঘাসফুল শিবিরে!

মদন গড়ে আরও তীব্র পদ্মের জোড়! একুশের মহাযুদ্ধের আগে বড়সড় ভাঙন ধরল ঘাসফুল শিবিরে!


আর এক বছরের মধ্যেই বাংলায় হতে চলেছে বিধানসভা নির্বাচন। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন সেই লড়াই হতে চলেছে মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাবর্তন বনাম গেরুয়া শিবিরের হাত ধরে পরিবর্তন। লোকসভা নির্বাচন এবং তার পরবর্তী সময়ে এই লড়াইয়ে অনেকটাই নাকি পিছিয়ে পড়েছে বামফ্রন্ট-কংগ্রেস। আর তাই সেই লড়াইয়ে এবার সামান্যতমও জায়গা ছাড়তে রাজি নয় গেরুয়া শিবির।

প্রসঙ্গত, বাংলায় করোনা ও আমপানের দাপটে নিজেদের রাজনৈতিক কার্যকলাপ কিছুদিন বন্ধ রেখেছিল বিজেপি। কিন্তু, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অভিযোগ, এই কঠিন সময়ে রাজনীতি করছেন খোদ শাসকদলের নেতা-কর্মীরাই। আর তাই, বাড়িতে বসে থাকতে রাজি নন গেরুয়া শিবিরের নেতারাও। ইতিমধ্যেই, ঘোষণা করে দেওয়া হয়েছে এতদিনের আটকে থাকা রাজ্য কমিটি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর নতুন পদ পেতেই, রাজনীতির ময়দানে পূর্ণোদ্যমে ঝাঁপিয়ে পড়েছেন গেরুয়া শিবিরের নেতা-নেত্রীরা। আর সেই লক্ষ্যেই, এবার তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা মদন মিত্রের গড় বলে পরিচিত কামারহাটিতে বড়সড় ভাঙন ধরালো গেরুয়া শিবির। বিজেপি সূত্রের খবর, বিজেপি রাজ্য নেতা অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এদিন ৩০০-এরও বেশি রাজনৈতিক কর্মী বিভিন্ন দল থেকে গেরুয়া শিবিরে যোগদান করেন।

অনিন্দ্যবাবু, নিজে দাবি করেন আজকে বিজেপিতে যোগ দেওয়া বেশিরভাগ কর্মীই তৃণমূল কংগ্রেস ছেড়ে এসেছেন। প্রসঙ্গত, কিছুদিন ধরেই কামারহাটির রাজনৈতিক পরিবেশ বেশ উত্তপ্ত। ত্রাণ দেওয়া নিয়ে গণ্ডগোলের জেরে দলীয় মহিলা কাউন্সিলরের হাতে প্রাণ হারাতে হয়েছে এক তৃণমূল কর্মীকে বলে বিস্ফোরক অভিযোগ উঠেছে। পুলিশের হাতে গ্রেপ্তারও হন ওই কাউন্সিলর। আর এরপরেই তৃণমূলে ক্রমশ বাড়ছিল বিক্ষুব্ধদের সংখ্যা। এই দলবদল তারই প্রতিফলন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!