এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতার মন্ত্রে দীক্ষিত হয়েই ‘মিশন’ জ্যোতিপ্রিয় অব্যাহত! একাই করছেন গেরুয়া শিবিরকে ছারখার!

মমতার মন্ত্রে দীক্ষিত হয়েই ‘মিশন’ জ্যোতিপ্রিয় অব্যাহত! একাই করছেন গেরুয়া শিবিরকে ছারখার!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচন হতে হাতে মাত্র আর এক বছর সময়। এই অবস্থায় রাজ্যের প্রতিটি রাজনৈতিক দল নিজেদের ঘর গুছিয়ে নিতে যথেষ্ট তৎপরতা দেখাচ্ছে বর্তমানে। ইতিমধ্যেই সাংগঠনিক জোর বাড়িয়ে নিতে বিজেপি নিজেদের দলের জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। অন্যদিকে 2019 এর লোকসভা নির্বাচনের পর থেকেই দেখা যাচ্ছিল, বিভিন্ন দল থেকে বহু নেতাকর্মীরা দলবদল করতে শুরু করেছেন শাসক শিবির থেকে।

প্রচুর নেতা-কর্মীরা বিজেপিতে যোগ দিচ্ছেন। যদিও পরে শাসক শিবির পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে দাবি করে‌। এই পরিস্থিতিতে এবার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এসে একে অপরের গড়ে ভাঙ্গন ধরানোর কাজ শুরু করেছে বর্তমানে রাজনৈতিক দলগুলি। সম্প্রতি সেরকমই গেরুয়া শিবিরে এক বিশাল ভাঙ্গন লক্ষ্য করা গেছে গোবরডাঙ্গা এলাকায়। সূত্রের খবর, প্রায় 350 বিজেপি কর্মী এদিন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে ঘাসফুল শিবিরে প্রবেশ করে।

অন্যদিকে রবিবার বিশ্ব যোগ দিবসে গোবরডাঙ্গায় এক দলীয় কর্মসূচি সফল করতে আসেন হাবড়ার বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এবং সেই মঞ্চে তিনি মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হন বলে জানা গেছে। খুব স্বাভাবিক ভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিজেদের নেত্রী হিসেবে রেখে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, করোনা হলে ভয় পাওয়ার কোন কারণ নেই‌। কারণ এই মুহূর্তে রাজ্য প্রশাসন মানুষের কথা ভাবছে, নিজেদের কথা নয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এমনকি এদিন জ্যোতিপ্রিয় মল্লিক দাবি করেন, আমফান দুর্গতদের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য তাঁরা কাজ করতে চান। অন্যদিকে সম্প্রতি রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ রাজনৈতিক মহলে জোর সমালোচিত হয়েছেন তাঁর সাম্প্রতিক বক্তব্যের জেরে। সম্প্রতি দিলীপ ঘোষ বলেন বদলা এবং বদল দুটোই চাই। এবং তারপর থেকেই রাজ্যজুড়ে শোনা যাচ্ছে, দিলীপ ঘোষ হিংসার রাজনীতিকে প্রশ্রয় দিচ্ছেন। একই কথা শোনা গেল খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গলাতেও এদিন।

অন্যদিকে জানা গেছে, গোবরডাঙা পুরসভার গড়পাড়া এলাকায় একটি তৃণমূলের দলীয় কর্মসূচি পালন হয়। আর তার পরেই গাইঘাটা বিধানসভা কেন্দ্রের প্রায় 350 জন বিজেপি কর্মী তৃণমূলে যোগ দেন বলে খবর। জানা গেছে, দলবদলকারীদের হাতে খাদ্যমন্ত্রী দলীয় পতাকা তুলে তাঁদের দলে স্বাগত জানিয়েছেন। অন্যদিকে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সাংবাদিকদের সামনে দাবি করেন, দুর্গতদের পাশে তৃণমূল কর্মীরা যেভাবে এসে দাঁড়িয়ে লড়াই করছেনরাজ্য বাসীর কাছে এই তৃণমূলের কোন বিকল্প কোনদিন হবে না।

আর অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দাবি অনুযায়ী যদি এত বিপুল পরিমাণ বিজেপি কর্মী এদিন দলবদল করে, তাহলে তা অবশ্যই চিন্তার কারণ গেরুয়া শিবিরের কাছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, রাজ্যের বিধানসভা দখল করতে গেলে অবশ্যই প্রয়োজন সাংগঠনিক জোর। কিন্তু বর্তমানে বিজেপির সাংগঠনিক জোর কোথাও কোথাও চিড় খেয়েছে বলে মনে করা হচ্ছে। উপরন্তু যেভাবে তৃণমূল শিবির গেরুয়া দুর্গে ফাটল ধরাচ্ছে প্রায় প্রতিদিনই, তা কিন্তু যথেষ্টই ভেবে দেখবার বিষয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে দলবদল ব্যাপারটি এখনো পর্যন্ত স্থানীয় বিজেপি নেতৃত্ব স্বীকার করেনি বলে খবর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!