এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > মরিচঝাঁপিকে এত গুরুত্ব কেন? ভয়াবহ তথ্য ফাঁস করলেন দিলীপ ঘোষ!

মরিচঝাঁপিকে এত গুরুত্ব কেন? ভয়াবহ তথ্য ফাঁস করলেন দিলীপ ঘোষ!


 

 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- মরিচঝাঁপি হত্যাকাণ্ডের বহু বছর হয়ে গেল। বিগত দিনে তৃণমূলের পক্ষ থেকে বা কংগ্রেসের পক্ষ থেকে এই ব্যাপারে শহীদদের সম্মান জানাতে দেখা গিয়েছে। কিন্তু সেইভাবে বিজেপির পক্ষ থেকে এই দিনে কোনো কর্মসূচি করতে দেখা যায়নি। কিন্তু এবার সেই মরিচঝাঁপি দিবসের দিনে বড় কর্মসূচি নিয়েছে গেরুয়া শিবির। যাকে কেন্দ্র করে নানা মহলে তৈরি হয়েছে জল্পনা। হঠাৎ বিজেপি এই কর্মসূচি নিচ্ছে কেন, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন। তবে এবার সেই বিষয়ে জবাব দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে দিলীপ ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্য বিজেপি প্রাক্তন সভাপতি বলেন, “মরিচঝাঁপিকে বিজেপি বরাবর ইস্যু করেছে। আগে বিজেপির আওয়াজটা হালকা ছিল, তাই তা মানুষের কানে পৌঁছয়নি। এখন বিজেপির শক্তি বেড়েছে। তাই এখন বিজেপিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। দল যখন ডাক দিয়েছে, তখন সেখানে পৌঁছানো হবে।”

বিশেষজ্ঞরা বলছেন, দিলীপ ঘোষ এই কথা বলে বুঝিয়ে দিতে চাইলেন যে, বিজেপির পক্ষ থেকে বরাবর মরিচঝাঁপির দিন শহীদদের শ্রদ্ধা জানানো হয়েছে। কিন্তু তখন রাজনৈতিকভাবে বিজেপি বাংলায় অতটা সঙ্ঘবদ্ধ ছিল না। তাই সেভাবে তাদের গুরুত্ব দেওয়া হয়নি। কিন্তু এখন বিজেপির শক্তি অনেকটাই বেড়েছে। তাই তারা যখন এই কর্মসূচি নিচ্ছে, তখন তা ফলাও করে দেখানো হচ্ছে বলে বুঝিয়ে দিলেন হেভিওয়েট এই বিজেপি নেতা বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!