এখন পড়ছেন
হোম > জাতীয় > ‘মোটেই হতাশ নই’ ! তেইশ-কে পাখির চোখ করে এগিয়ে চলার প্রত্যয় ! বড় বার্তা তৃণমূল হেভিওয়েটের!

‘মোটেই হতাশ নই’ ! তেইশ-কে পাখির চোখ করে এগিয়ে চলার প্রত্যয় ! বড় বার্তা তৃণমূল হেভিওয়েটের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  ত্রিপুরায় আগরতলা, টাউন বড়দোয়ালি, যুবরাজনগর, সুরমা এই  চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের  একটাতেও প্রত্যাশিত ফল করতে পারেনি তৃণমূল কংগ্রেস ।যেখানে আগরতলা কেন্দ্র বাদে বাকি তিনটি তে জয়লাভ করে বিজেপি ফলে এই নির্বাচনের চার কেন্দ্রেই চতুর্থ স্থানে ঘাসফুল শিবির। তবে এই নির্বাচনে তৃণমূলের ভরাডুবি হলেও কিন্তু তাতে মোটেই হতাশ নয় ঘাসফুল শিবির ।বরং এই নির্বাচনের ফলাফল থেকেই আগামী ২৩শের জন্য বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে নিজেদের ত্রিপুরায় সংগঠন মজবুত করতে তৎপর ত্রিপুরার তৃণমূল ।তবে এবাবের  উপনির্বাচনের ফল নিয়ে  প্রতিক্রিয়া জানান তৃণমূলের মিডিয়া কো-অর্ডিনেটর কুণাল ঘোষ ।

এদিন তিনি অভিযোগ করেন বিজেপি অবাধে সন্ত্রাস চালিয়েছে, ছাপ্পা ভোট হয়েছে, সকলে মিলে তৃণমূলকে আটকানোর চেষ্টা করেছে। তাই তিনি জানান  ‘কেউ যদি ভাবে তৃণমূল এই ফলাফলে হতাশ, তা কিন্তু মোটেই নয়। এই ফলাফল কিছুই প্রমাণ করে না। যদিও সাংগঠনিক স্তরে এ নিয়ে আলোচনা হবে। বিজেপি অবাধে ছাপ্পা ভোট, সন্ত্রাস চালিয়েছে। তৃণমূলের জনপ্রিয়তায় সবাই উদ্বিগ্ন। সিপিএম, বিজেপি সবাই মিলে তৃণমূলকে আটকানোর চেষ্টা করেছে। কিন্তু তেইশে যে বিকল্প সরকার তৈরি হবে ত্রিপুরায়, তাতে নেতৃত্ব দেবে তৃণমূলই।’

স্বভাবতভাবেই এদিনের এই প্রতিক্রিয়ার মাধ্যমে কুনাল ঘোষ বুঝিয়ে দিলেন যে ত্রিপুরায় এই চারটি উপনির্বাচনের ফলাফলে হতাশ হওয়ার কোন কারণ নেই বরং আগামী ২৩ শে বিধানসভা নির্বাচনের বিকল্প সরকারের নেতৃত্ব দেবে তৃণমূল । তবে সব মিলিয়ে এখন দেখার বিষয় আগামীতে ত্রিপুরায় নিজেদের সংগঠন কে কতটা দ্রুত মজবুত করে ত্রিপুরা বিজিপির বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে লড়াই করে নিজেদের জয় ছিনিয়ে আনতে পারে সেদিকে নজর থাকবে সকলের ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!