এখন পড়ছেন
হোম > অন্যান্য > মাদার টেরেসার জন্ম থেকে শুরু করে জুলিয়াস সিজারের বৃটেন জয়, আজকের দিনে আর কী কী ঘটেছিল সারা বিশ্ব জুড়ে

মাদার টেরেসার জন্ম থেকে শুরু করে জুলিয়াস সিজারের বৃটেন জয়, আজকের দিনে আর কী কী ঘটেছিল সারা বিশ্ব জুড়ে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ ২৬শে আগস্ট । এই দিনটি প্রতিবছর ফিরে ফিরে আসে। কোনো কোনো বছরে এই দিনটি নিছকই একটি সাধারণ দিন।আবার কোনো কোনো বছরে এই দিনটি বিশেষ ভাবে দাগ রেখে গেছে ইতিহাসের ধূসর পাতায়। চলুন, এক নজরে জেনে নিই ইতিহাসের পাতা উল্টে এই দিনটির বুকে ঘটে যাওয়া কিছু অমলিন ঘটনা —

১. ১৩০৩ সালের আজকের দিনে আলাউদ্দিন খিলজি চিতোর গড় দখল করেছিলেন।

২. ১৮৫২ সালের আজকের দিনে বোম্বে অ্যাসোসিয়েশান প্রতিষ্ঠিত হয়েছিল।

. ১৯১৪ সালে আজকের দিনে বাংলার বিপ্লবীরা কলকাতা বন্দর থেকে ৪৬,০০০ পিস্তল ও বুলেট লুঠ করেন।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

 

৪. ১৯২৭ সালের আজকের দিনে কলকাতায় দ্বিতীয় রেডিও স্টেশন স্থাপিত হয়।

৫. ১৯৪৭ সালে আজকের দিনে ভূপালের নবাব ভূপালকে ভারতের অংশ রূপে ঘোষণা করেন।

৬. ১৮৯৫ সালে আজকের দিনে নায়াগ্রা জলপ্রপাত থেকে ইলেক্ট্রিক জেনারেটরের সাহায্যে প্রথম বিদ্যুৎ উৎপাদিত হয়।

৭. ১৯৩৯ সালে আজকের দিনে ইউরোপে ক্রোয়েশিয়া দেশটি স্বাধীন হয়।

 

৮. ২০১৯ সালে আজকের দিনে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে বোর্নিও দ্বীপে স্থানান্তরিত হয়।

৯. ১৯১০ সালে আজকের দিনে মাদার টেরেসা জন্মগ্রহণ করেন।

১০. ৫৫ খৃষ্টপূর্বে রোমান সম্রাট জুলিয়াস সিজার বৃটেন জয় করেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!