এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মতুয়া ভোটব্যাঙ্ক নিশ্চিত করতে মুকুল রায়ের নাগরিকত্ব প্রদানে জোর

মতুয়া ভোটব্যাঙ্ক নিশ্চিত করতে মুকুল রায়ের নাগরিকত্ব প্রদানে জোর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – লোকসভা নির্বাচনের ক্ষেত্রে দেখা গিয়েছে মতুয়ারা উজার করে গেরুয়া শিবিরের ভোটব্যাঙ্ক ভরিয়ে দিয়েছে। মতুয়াদের মন পেতে সে সময় বিজেপি নেতারা দাবি করেছিলেন যত তাড়াতাড়ি সম্ভব মতুয়াদের নাগরিকত্বের সমস্যা মেটানো হবে। ইতিমধ্যেই নাগরিকত্ব আইন পাস হয়ে গিয়েছে দেশের সাংসদে। কিন্তু দেশের কোন জায়গাতেই এই আইন এখনো পর্যন্ত লাগু হয়নি আর এখান থেকেই শুরু হয়েছে সমস্যা। আর কিছুদিন পরেই একুশের বিধানসভা নির্বাচন, কিন্তু এখনো পর্যন্ত বছর ঘুরতে চললেও মতুয়াদের নাগরিকত্ব সমস্যার সমাধান হয়নি। আর তাই নিয়ে ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর।

রাজনৈতিক মহলে তীব্র জল্পনা চলছিল শান্তনু ঠাকুর যে কোন মুহূর্তে এবার গেরুয়া শিবির ছাড়তে পারেন। আর তাই তড়িঘড়ি মুকুল রায় এবার আসলে নামলেন। বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরকে সাথে নিয়ে এদিন হেস্টিংসের বিজেপি অফিসে সাংবাদিক সম্মেলন করেন মুকুল রায় এবং সেখান থেকেই তিনি জানিয়ে দেন করোনা পরিস্থিতির জন্যই রাজ্যে সিএএ চালু করা যাচ্ছে না। তবে মুকুল রায় স্পষ্ট করে দিয়েছেন, কেন্দ্রীয় সরকার এই আইন চালু করবেই। প্রসঙ্গত, কিছুদিন আগেই রাজ্য সফরে এসে অমিত শাহ বলে গিয়েছিলেন করোনার ভ্যাকসিন বেরোনোর পর তারপর সিএএ চালু করার কথা ভাববে কেন্দ্রীয় সরকার এবং সেখানেই প্রশ্ন থেকে গিয়েছিলো।

ভ্যাকসিন কবে আসবে তার কোন ঠিক নেই অতএব নাগরিকত্ব আইন নিয়েও যথেষ্ট প্রশ্ন থেকে যায়। ক্ষোভ প্রকাশ করেছিলেন শান্তনু ঠাকুর স্বয়ং। আর তাই এবার মুকুল রায় সাংবাদিক বৈঠকে দাবি করলেন নাগরিকত্ব আইন লাগু হবেই এই রাজ্যে। প্রসঙ্গত, এদিন মুকুল রায় তৃণমূল শিবিরকে কড়া ভাষায় আক্রমণ করেন। উল্লেখ্য, 2011 সালে দেখা গিয়েছিল এই মতুয়ারাই তাঁদের ভোট উজার করে দিয়েছিল তৃণমূলকে। সেসময়ে শান্তনু ঠাকুরও তৃণমূলের অন্যতম নেতা হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু সময় বয়ে যাওয়ার সাথে সাথে শান্তনু ঠাকুরের সঙ্গে সমস্যা তৈরি হয় তৃণমূল শিবিরের এবং শান্তনু ঠাকুর যোগ দেন গিয়ে বিজেপিতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যথারীতি শান্তনু ঠাকুরের সাথে সাথেই গেরুয়া শিবিরও মতুয়া ভোটবাক্সে দখল বাড়াতে উদ্যোগী হয়েছিলেন। মুকুল রায় অভিযোগ করেন, ভোটে জেতার পরেও নানা প্রতিশ্রুতি দিয়ে পুরোপুরি অস্বীকার করে যায় তৃণমূল। মতুয়াদের নাগরিকত্বের সমস্যা নিয়েও তৃণমূল দায় এড়িয়েছে। এদিন মুকুল রায় আরও অভিযোগ করেন, এদেশে থাকা বাসিন্দাদের নাগরিকত্বের সমস্যার সমাধান না করে বরং বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারীদের এদেশে থাকার বন্দোবস্ত করে দেওয়া হয়েছে। পাশাপাশি মুকুল রায় এদিন রাজ্যের স্বাস্থ্য ও শিক্ষার পরিস্থিতি নিয়েও ব্যাপক ভাবে তৃণমূল সরকারের সমালোচনা করেছেন।

অন্যদিকে বিশেষজ্ঞরা মনে করছেন, মুকুল রায় প্রধানত মতুয়া ভোটব্যাঙ্ক টিকিয়ে রাখার জন্যই যাবতীয় ব্যবস্থা গ্রহণ করলেন। প্রসঙ্গত, মতুয়া ভোটব্যাঙ্ক যদি গেরুয়া শিবিরের পাশ থেকে সরে যায় তাহলে একুশের বিধানসভা নির্বাচনে কিন্তু যথেষ্ট পিছিয়ে যাবে বিজেপি। অন্যদিকে শান্তনু ঠাকুরকেও দলে রাখা অত্যন্ত প্রয়োজন। এই পরিস্থিতিতে তাই এবার নাগরিকত্ব আইন নিয়ে স্পষ্ট চিত্র প্রকাশ করলেন বিজেপি নেতা মুকুল রায়। তবে মুকুল রায়ের পাশে বসে শান্তনু ঠাকুরও এদিন আশ্বাস দিয়েছেন, তিনি দলের সাথেই থাকবেন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!