এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মতুয়াদের সংশয়ের রাস্তা দিয়েই কি পদ্ম সরিয়ে ফুটবে ঘাসফুল?নাকি শুভেন্দু ফ্যাক্টরে অটুট থাকবে পদ্ম?

মতুয়াদের সংশয়ের রাস্তা দিয়েই কি পদ্ম সরিয়ে ফুটবে ঘাসফুল?নাকি শুভেন্দু ফ্যাক্টরে অটুট থাকবে পদ্ম?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের নির্বাচনী লড়াইয়ে বাংলার মসনদ দখল করার লক্ষ্যে ইতিমধ্যে বিভিন্ন সমীকরণ জমে উঠেছে। তার মধ্যে অন্যতম হলো মতুয়া সমীকরণ। রাজ্যের তৃণমূল এবং বিজেপি দুটি শক্তিই চাইছে মতুয়াদের পাশে পেতে। গত লোকসভা নির্বাচনে মতুয়াদের একটা বড় অংশ বিজেপির ঝুলিতে ঢেলে ভোট দেয়। ফলস্বরূপ কি হয়েছে তা সবার জানা। একুশের বিধানসভা নির্বাচনেও মতুয়া ভোট ব্যাংকের ওপর ভর করেই গেরুয়া শিবির রাজ্য জয়ের লক্ষ্যে। কিন্তু এত সহজে তৃণমূল মতুয়াদের ভোট ব্যাংকের অধিকার ছেড়ে দিতে রাজি নয়। তাই বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই ভোট মেরুকরণের রাজনীতি সক্রিয় হচ্ছে।

রাজ্যে শুধু হিন্দু মুসলমান ধর্মীয় মেরুকরণের মধ্যে দিয়েই নয়, রাজ্যে যতগুলি সম্প্রদায় আছে, সেই প্রত্যেকটি সম্প্রদায়ের মধ্যে রাজনৈতিক দলগুলি খুঁজে নিতে চলেছে নতুন নতুন সমীকরণ। তবে তার মধ্যে অন্যতম হল মতুয়ারা। 2011 সালে পরিবর্তনের হাত ধরে কিন্তু মতুয়াদের দেখা গিয়েছিল তারা তৃণমূল শিবিরের দিকেই ঝুঁকছে। কিন্তু 2019 এর লোকসভা ভোটে মতুয়াদের একাংশ তৃণমূল ছেড়ে চলে যায় বিজেপির দিকে। তার কারণ হিসেবে গেরুয়া শিবিরের প্রতিশ্রুতি ছিল নাগরিকত্ব প্রদানের। কিন্তু সমস্যা হয়েছে এবার। কারণ 2019 এর লোকসভা নির্বাচনের পর বেশ কিছুদিন কেটে গেছে। কিন্তু তা স্বত্বেও নাগরিকত্ব প্রদান নিয়ে এখনও বিশেষ এগোতে পারেনি গেরুয়া শিবির।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তার মধ্যেই শুরু হয়েছে মতুয়াদের মধ্যে নতুন গুঞ্জন। ইতিমধ্যে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি মতুয়া ভোটকে টিকিয়ে রাখার। মতুয়াদের খুশি রাখতে সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পর্যন্ত ঠাকুরনগরে এসে সভা করে জানিয়ে গেছেন, দেশজুড়ে করোনা টিকা প্রদান শেষ হলেই দেওয়া হবে নাগরিকত্ব। কিন্তু ধোঁয়াশা থেকেই যাচ্ছে। অনেকেই বলতে শুরু করেছেন মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মতুয়াদের বোকা বানানো হচ্ছে। শুরু হয়েছে গেরুয়া শিবিরের নতুন বিড়ম্বনা। যথারীতি অমিত শাহ ফিরে যাবার পর গেরুয়া শিবিরে শুরু হয়ে গেছে গৃহযুদ্ধ। মতুয়াদের সঙ্ঘাধিপতি তথা সাংসদ শান্তনু ঠাকুরের সঙ্গে গেরুয়া শিবিরের অন্যতম নেতা তথা বিধায়ক বিশ্বজিৎ দাসের সঙ্গে লেগেছে কোন্দল।

পাশাপাশি বিশ্বজিৎ দাস বলতে শুরু করেছেন, মতুয়ারা তো এ দেশেরই নাগরিক। ঠিক একই কথা কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের এলাকায় গিয়ে সভা করে জানিয়ে এসেছেন। আর এবার মতুয়াদের মন জয়ের উদ্দেশ্যে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আগামী 20 শে ফেব্রুয়ারি ঠাকুরনগরে ওই একই ময়দানে বিশাল বড় সভা করবেন বলে জানিয়েছেন। তৃণমূল বরাবরই বলে আসছে গেরুয়া শিবিরের পক্ষ থেকে মতুয়াদের সামনে প্রতিশ্রুতির মিথ্যা ভাষণ দেওয়া হচ্ছে। তাই এবার তৃণমূল শিবির মতুয়াদের সংশয়ের মধ্যে দিয়েই নিজেদের সংগঠন আবার পুনরায় শক্তিশালী করার চেষ্টায়। এখন দেখার মতুয়ারা কোন দিকে নিজেদের ঠেলে দেয়!

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!