এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মতুয়াদের নিয়ে রাজনীতি করার জন্য বিজেপির বিরুদ্ধে ফুঁসে উঠলেন মমতা

মতুয়াদের নিয়ে রাজনীতি করার জন্য বিজেপির বিরুদ্ধে ফুঁসে উঠলেন মমতা


এন আর সি ও সি এ এর বিরোধিতায় টানা লড়াই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চলছে প্রথমদিন থেকেই। মঙ্গলবার ফের একবার এনআরসি ও নাগরিকত্ব আইনের প্রতিবাদে পথে নেমেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি প্রতিবাদ মিছিলের আগে সভা মঞ্চে দাঁড়িয়ে ফের একবার এনআরসি নিয়ে বিজেপিকে আক্রমণ করেন। তিনি এর সাথে মতুয়াদের অধিকার নিয়েও সরব হন। সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসি ইস্যুতে মতুয়াদের পক্ষ নিয়ে এবার বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসি ও সিএএর প্রতিবাদ মিছিলে পরিষ্কার জানিয়ে দিলেন, বিজেপি নেতৃত্ব মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার নাম করে রীতিমতন ফাঁদে ফেলছে। মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার কোন প্রশ্নই নেই। কারণ, তাঁরা ইতিমধ্যেই এদেশের নাগরিক। মুখ্যমন্ত্রী দাবি করেন, মতুয়াদের সমস্ত রকম সুযোগ-সুবিধা দিয়েছেন তিনি। কিন্তু বিজেপি এনআরসিকে কেন্দ্র করে মতুয়াদের নিয়ে রাজনীতি খেলা খেলছে।

এনআরসি নিয়ে প্রথম থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে নেমেছেন। মঙ্গলবারও সিএএ ও প্রস্তাবিত এনআরসির প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন মুখ্যমন্ত্রী। এদিন কলকাতার বিবেকানন্দের বাড়ির সামনে থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়। যার নেতৃত্বে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। এই মিছিল শেষ হয় বেলেঘাটায় গান্ধী ভবনে। সেখানেই সভামঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মতুয়া ভোটব্যাঙ্ক নিয়ে বিজেপি যে ধরনের রাজনীতি করতে শুরু করেছে সে নিয়েও তিনি সরব হন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মতুয়ারা ইতিমধ্যেই এদেশের নাগরিক বলেই পরিচিত। বিজেপি তাঁদের নাগরিকত্ব দেওয়ার নাম করে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। যাঁরা এদেশের নাগরিক, তাঁরা নতুন করে নাগরিকত্বের পরীক্ষা দেবেন কেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, বিজেপি নাগরিকত্ব দেওয়ার নাম করে রীতিমত অপমান করছেন মতুয়াদের। এতে বিজেপি তাঁদের অধিকারের সীমা লংঘন করছে। মুখ্যমন্ত্রী আরো বলেন, মতুয়াদের জন্য তিনি সমস্ত রকম সুযোগ-সুবিধা দিয়েছেন প্রথম দিন থেকেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুখ্যমন্ত্রী যে মতুয়াদের পাশে সর্বতোভাবে রয়েছেন, সে কথা তিনি জানান এদিন। এমনকি বড়মার সমস্ত রকম চিকিৎসার ব্যয়ভার মুখ্যমন্ত্রী বহন করেছেন বলেও দাবি জানান তিনি। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেন, ধর্মের নামে বিভাগের রাজনীতি চালাচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কোন মতুয়া ভাই-বোন চায় না পাঁচ বছর লাইনে দাঁড়াতে। তাঁরা সবাই নাগরিক। তাঁরা কেন আবার নাগরিকত্বের পরীক্ষা দেবে?’ মমতা আরও বলেন, ‘আমি কি আবার নাগরিকত্বের পরীক্ষার লাইনে দাঁড়াব? তাহলে কেন মতুয়ারা দাঁড়াবে? বিজেপি মতুয়াদের নাগরিকত্বের লাইনে দাঁড় করাতে চাইছে।’

উল্লেখ্য, গত সোমবার বিজেপিও এনআরসি নিয়ে একটি মিছিল বের করে কলকাতায়। এই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির কার্যনির্বাহী সভাপতি জেপি নাড্ডা। সভাপতি জেপি নাড্ডা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মতুয়া ভোট নিয়ে অভিযোগ করেছিলেন। তিনি অভিযোগ করেছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের নাগরিকত্ব পেতে বাধা দিচ্ছেন। তাই তিনি এনআরসি চালু করতে চাইছেননা। রাজনৈতিক মহলের একাংশের দাবি, এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাড্ডার অভিযোগের জবাব দিলেন।

এদিন মুখ্যমন্ত্রী সভামঞ্চ থেকে আবারও পরিষ্কার করে জানিয়ে দেন, এন আর সি ও সিএএ পশ্চিমবঙ্গে কোন মতেই হচ্ছে না। তিনি পরিষ্কার বলেন, ধর্মের নামে রাজনীতি করছে বিজেপি। তৃণমূল রাজনীতিতে বিশ্বাস করেনা। শুধু তাই নয়, তিনি দেশজুড়ে বিজেপির বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছেন। অন্যদিকে, রাজনৈতিক মহলের একাংশের মতে, নতুন নাগরিকত্ব আইন এবং প্রস্তাবিত নাগরিক পঞ্জির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লাগাতার আন্দোলনের আঁচ পড়েছে গোটা দেশেই। আপাতত সমস্ত পরিস্থিতির দিকে নজর রাখছে দেশের ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!