এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মতুয়াদের পাশে পাওয়া নিয়ে চলছে চাপানউতোর তৃণমূল ও বিজেপির মধ্যে

মতুয়াদের পাশে পাওয়া নিয়ে চলছে চাপানউতোর তৃণমূল ও বিজেপির মধ্যে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2019 এর লোকসভা নির্বাচন থেকেই গেরুয়া মানচিত্রে গুরুত্বপূর্ণ জায়গায় উঠে এসেছে বাংলার মতুয়া ভোট। 2019 এর লোকসভা নির্বাচনে গেরুয়া শিবির বাংলায় আশানুরূপ ভালো ফল করেছিল। আর এবার সামনে একুশের বিধানসভা নির্বাচন। আর তাই মতুয়াদের পাশে পাওয়া অত্যন্ত জরুরী বলে মনে করছে শীর্ষ বিজেপি নেতৃত্ব। সেই সূত্রেই এবার আবার মতুয়াদের ভোট পেতে আসরে নামছেন বিজেপি নেতা তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উল্লেখ্য, সেক্ষেত্রে সংশোধিত নাগরিকত্ব আইন অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় আর সেই ইস্যুতেই কথা বলতে চলেছেন অমিত শাহ বলে ধারণা রাজনৈতিক মহলের।

বাংলায় 30 টি আসনে মতুয়া ভোট বড়োসড়ো ফারাক করে দিতে পারে বলে মনে করা হচ্ছে। আর তাই তাঁদের পাশে পেতে মরিয়া তৃণমূল এবং বিজেপি। পাশাপাশি মতুয়াদের কেন্দ্র করে ইতিমধ্যেই দুই দলের তরজা তুঙ্গে উঠেছে। অমিত শাহের সভার আগেই ঠাকুরনগরে দেখা যাচ্ছে তৃণমূলের পতাকায় ছেয়ে গেছে এলাকা। অবশ্য তৃণমূল দাবি করেছে, তাঁদের 9 ফেব্রুয়ারির সভার জন্যই এই পতাকা টাঙানো হয়েছে। প্রসঙ্গত, বেশ কিছুদিন যাবৎ মতুয়ারা কিন্তু গেরুয়া শিবিরের প্রতি ক্ষোভ প্রকাশ করছে। এমনকি সাংসদ শান্তনু ঠাকুর পর্যন্ত যথেষ্ট বিরোধী মনোভাব দেখিয়েছেন দলের প্রতি। এই অবস্থায় তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলে’ নামতে চলেছে বিজেপি নেতা অমিত শাহ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যেই 31 তারিখ অমিত শাহের সভার জন্য শুরু হয়েছে তোড়জোড়। অন্যদিকে ঠাকুরনগরে মতুয়াদের পাশে পেতে মরিয়া শাসকদল তৃণমূলও। তাই সন্দেহ করা হচ্ছে, অমিত শাহের সভার আগে ইচ্ছাকৃতভাবে তৃণমূলের পতাকা উড়িয়ে দিয়ে তৃণমূল বার্তা দিতে চাইছে মতুয়াদের। এ প্রসঙ্গে বনগাঁ বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি জানিয়েছেন, এগুলি তৃণমূলের অপসংস্কৃতি। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের বনগাঁ লোকসভা কমিটির চেয়ারম্যান গোবিন্দ দাস জানিয়েছেন, পতাকা লাগানো রাজনীতির বাইরে নয়। রাজনৈতিক সমিতি যে দলেরই হোক না কেন, তার বিরুদ্ধে সাংগঠনিক শক্তি দেখানোর জন্য ফ্লেক্স, পতাকা লাগাতে পারে।

খুব স্বাভাবিকভাবেই ঠাকুরনগরের অমিত শাহের সভার আগে তৃণমূলের পতাকা লাগানো নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে শাসক-বিরোধী তরজা। বিশেষজ্ঞদের মতে, সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে ইতিমধ্যেই বিজেপি মতুয়াদের কাছে যথেষ্ট চাপে। সেই চাপ এড়াতে গেরুয়া শিবিরের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু তার মাঝেই যদি তৃণমূল এলাকাজুড়ে পতাকা লাগায় তাহলে বার্তা দেওয়া হচ্ছে মতুয়াদের পাশে তৃণমূল রয়েছে। যথারীতি মতুয়াদের পাশে কারা আছেন, তা নিয়ে শুরু হয়ে গেছে চাপান-উতোর।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!