এখন পড়ছেন
হোম > জাতীয় > সংসদেও ‘কাস্টিং-কাউচ’! জাতীয় রাজনীতিতে হইচই ফেলে দিলেন সাংসদ

সংসদেও ‘কাস্টিং-কাউচ’! জাতীয় রাজনীতিতে হইচই ফেলে দিলেন সাংসদ


নানা সময়ে নানা কথা সংবাদ শিরোনামে উঠে এসেছে বলিউডে কাস্টিং কাউচ নিয়ে। এবার এই প্রসঙ্গে বলিউডের খ্যাতনামা কোরিওগ্রাফার সরোজ খান এক বিতর্কিত মন্তব্য করে সমালোচনার শিকার হলেন। এদিন তিনি দাবি করলেন ধর্ষণ করার পরও নিগৃহীত মহিলাকে কাজ দেয় বলিউড। যা সমাজের অন্য কোনও ক্ষেত্রে হয় না।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সেক্ষেত্রে দেখতে গেলে অন্য জায়গায় যা হয় তা বলিউডে হয় না। বিখ্যাত এই কোরিওগ্রাফারের এহেন মন্তব্যে স্বভাবতই তাঁর বেশিরভাগ ভক্তজনেরা বিস্মিত। সরোজ খানের এই মন্তব্যের রেশ টেনে কংগ্রেসের প্রাক্তন সাংসদ তথা জনপ্রিয় নেত্রী রেণুকা চৌধুরী সংসদে কাস্টিং কাউচ নিয়ে সরব হলেন। তিনি বললেন ,”এমনটা ভাবার কারণ নেই যে সংসদে কাস্টিং কাউচ নেই। এটা সমাজের সর্বত্র রয়েছে। ভারতবাসীর উচিত এর বিরুদ্ধে সোচ্চার হওয়া।” একই সাথে তিনি বললেন , “সরোজ খান বলিউডে কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলে বলেছেন, অন্তত বলিউডে ধর্ষণ হওয়ার পরও কাজ দেওয়া হয়। মহিলাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় না।” সমাজের সর্বত্র এইরকম প্রতিশ্রুতি দিয়ে কাজ করিয়ে পরে অস্বীকার করে সেখান থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কঠোর বিরোধীতা করলেন।প্রসঙ্গত, কিছুদিন আগে তেলুগু অভিনেত্রী শ্রী রেড্ডি সেখানকার ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচ নিয়ে সরব হন। তিনি নগ্ন হয়ে হেঁটে প্রতিবাদ জানান। এই প্রসঙ্গেই সরোজ খান মন্তব্য করেছিলেন, “সমাজের সব ক্ষেত্রে এটা হচ্ছে। তাহলে শুধু সিনেমা জগতের পিছনে পড়ে রয়েছেন কেন? আর এটা মেয়েদের উপরে নির্ভর করে সে কী চাইছে। আপনি ধরা দিতে চাইলে দিতে পারেন। না দিতে চাইলে কেউ কিছু করবে না।” উল্লেখ্য গত বছর হলিউডে যৌন হেনস্থা ও কাস্টিং কাউচ নিয়ে শোরগোল চলেছিলো।হার্ভে উইনস্টেইনের নামে একাধিক যৌনকেচ্ছা প্রকাশ্যে আসে। তারপর থেকেই শুরু হয় #MeToo ক্যাম্পেন । যার মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশের নানা স্তরের মহিলারা নিজেদের মতন করে প্রতিবাদ জানিয়েছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!