এখন পড়ছেন
হোম > জাতীয় > এই হেভিওয়েট সংসদ কি এবার তৃণমূলেই? পার্থ চ্যাটার্জির খোলা আহব্বানে বাড়লো জল্পনা

এই হেভিওয়েট সংসদ কি এবার তৃণমূলেই? পার্থ চ্যাটার্জির খোলা আহব্বানে বাড়লো জল্পনা


কংগ্রেসের হেভিওয়েট নেত্রী মালদার সাংসদ তথা গনি খানের ভাগ্নী মৌসম বেনজির নূরকে নিয়ে জোড় জল্পনা চলছে রাজনৈতিক মহলে। তৃণমূলের সঙ্গে জোট করতে চেয়ে এক পা বাড়িয়ে আছেন এই সাংসদ।কিন্তু তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবার সমস্ত কিছুর উর্ধ্বে উঠে মৌসমকে সরাসরি তৃণমূলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

একদিন আগেই তৃণমূলের সঙ্গে জোট বার্তা দিয়েছিলেন উত্তর মালদহের কংগ্রেস সাংসদ মৌসম বেনজির নূর। সেদিন থেকেই রাজনৈতিক মহলে চাপানউতর শুরু হয়ে গেছিল এদিনের পার্থ চট্টোপাধ্যায় আহ্বান তা আরও কয়েকগুণ বাড়িয়ে দেয়।সমস্ত জোট বার্তাকে উড়িয়ে দিয়ে মৌসাম কে সরাসরি তৃণমূলে যোগদান করার জন্য আহ্বান জানান পার্থবাবু।

দলের মহাসচিব কাউকে দলে যোগ দেওয়ার জন্য সরাসরি আহ্বান জানাচ্ছেন রাজনৈতিক মহলে এই ঘটনা নজিরবিহীন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তৃণমূলের কোন নেতাই মনে করতে পারছেন না এরকম আমার আগে তিনি করেছিলেন।

প্রসঙ্গত উল্লেখ্য,দিন আগেই সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র কংগ্রেসকে ভোট দেওয়ার আহ্বান জানালে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র সে আহবানে সাড়া দেন।তারপরেই বৃহস্পতিবার মালদার এক জনসভা থেকে মৌসুমী বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

মৌসুমের এই জোট বার্তা দেওয়ার পরেই তাঁকে কটাক্ষ করে বিজেপি জানায়,নির্ভয় থেকেই জোট করে আসন ধরে রাখতে চাইছেন এই সাংসদ আসলে বিজেপিকে দেখে ভয় পাচ্ছেন সাংসদ পাশাপাশি তৃণমূলও ভয় পেয়েছে। নিশ্চিত হারের হাত থেকে রক্ষা পেতে তৃণমূলের উদ্দেশ্যে তার এই জোট বার্তা বলেই মনে করছে বিজেপি।

মৌসুমির এই জোট বার তার পরই কংগ্রেসের নেতা গনিখান চৌধুরীর জন্মদিন এ মৌসম কে শুভেচ্ছা জানিয়ে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসামের মামা গনি খানের জন্মদিনে মমতার শুভেচ্ছা বার্তা যে জোটে নয়া মাত্রা যোগ করছে তা নিশ্চিত ভাবেই বলছে রাজনৈতিক মহল।

মমতার শুভেচ্ছাবার্তা পাঠানোর কিছুক্ষণ পরে পার্থ চট্টোপাধ্যায় এক সংবাদ মাধ্যমে বলেন,”মৌসম ঠিকই বুঝেছে। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একমাত্র মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কংগ্রেস তা বুঝতে পারছে না ওঁর দলের সভাপতি তো সিপিএমের সঙ্গে হাতমেলাতে চাইছে।কংগ্রেস যদি না বোঝে তাহলে মম সান কে বলবো তৃণমূলে যোগদান করে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ে অংশগ্রহণ করুক।

এমনিতেও রাজ্যে কংগ্রেসের যে হাল সে অবস্থায় একক লড়ে আসন ধরে রাখা অসম্ভব। সিপিএমের সঙ্গে জোট করে জেতা সম্ভব নয় তৃণমূলের সাহায্য ছাড়া রাজ্যে কোন কংগ্রেস সাংসদই তাঁর আসন ধরে রাখতে পারবেন না। তাই মৌসম যদি আসতে চায় তৃণমূলে তার জন্য দরজা খোলা।”

এই মুহূর্তে মৌসাম তথা গনি খানের পরিবারের অন্য সদস্যদের সঙ্গেও তৃণমূলের যোগাযোগ অনেকটাই বেড়েছে। গনিখান পরিবারের সঙ্গে তৃণমূলের সম্পর্ক যথেষ্ট ভালো।রাহুল গান্ধীর সঙ্গে দিল্লিতে রাজ্যের সমস্ত কংগ্রেস সাংসদ ও বিধায়কের দেখা করার আগে মৌসমরা পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন। আর তাতেই তাদের দলবদলের জল্পনার পারদ চড়েছিল অনেকটাই।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

কিন্তু রাহুলের সঙ্গে বৈঠকের পর তা খানিকটা প্রশমিত হয় উল্টে তৃণমূলের সঙ্গে জোটের আবহ তৈরি হয়। এবার বউ সম সেই বার্তাই দিয়েছিলে। হঠাৎই পার্থ চট্টোপাধ্যায়ের এই আহবানে মৌসমদের নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!