এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মৃত বিজেপি নেতার বাড়িতে পৌঁছে সিবিআই তদন্তের আশ্বাস কেন্দ্রীয় মন্ত্রীর, ব্যাকফুটে তৃণমূল

মৃত বিজেপি নেতার বাড়িতে পৌঁছে সিবিআই তদন্তের আশ্বাস কেন্দ্রীয় মন্ত্রীর, ব্যাকফুটে তৃণমূল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিনেই গণনা কেন্দ্রের সামনে বিজেপি প্রার্থী মানস সাহাকে প্রবল মারধর করে একদল দুষ্কৃতী। গুরুতর আহত হয়ে পড়েন তিনি। দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসা চলে তাঁর। গত বুধবার তাঁর মৃত্যু ঘটেছে। তাঁর বিরুদ্ধে এই প্রাণঘাতী হামলায় তৃণমূলকে অভিযুক্ত করেছে বিজেপি। গতকাল মৃত বিজেপি নেতার বাড়িতে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

মগরাহাট পশ্চিম থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন মানস সাহা। গতকাল তাঁর বাড়িতে গিয়ে তার স্ত্রী প্রীতি সাহা ও তার কন্যা স্বাতী সাহার সঙ্গে সাক্ষাৎ করেন স্মৃতি ইরানি। তাঁদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। তেমনি আশ্বাস দিয়েছেন সিবিআই তদন্তের। সেই সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধের ডাক দিয়েছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গত বুধবার মৃত বিজেপি নেতার দেহ নিয়ে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিজেপির বিক্ষোভ চলে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল মুখ্যমন্ত্রী মন্তব্য করেছিলেন যে, বাড়ির সামনে যদি একটা কুকুরের ডেড বডি পাঠিয়ে দেয়া হয়, তাহলে কি ভালো হবে? মেসিনারি তাঁর কাছে নেই। এক সেকেন্ড লাগবে। পচা কুকুর বাড়ির সামনে ফেলে আসা হবে। গন্ধে দশ দিন খেতে পারা যাবেনা। বদমাইশি চাইলে কি না করা যায়? এত পাশবিক, এতো দানবিক।

মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পাল্টা জবাবে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি জানালেন যে, যে মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বলেন, তাঁর কি কখনো ভোটে জেতা উচিত? কাকে তিনি পচা কুকুর বলছেন? বাঙালি লোকের মৃত্যু হচ্ছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে বলছেন পচা কুকুর। এই ধরনের মানুষের কি ভোটে জেতা উচিত? গতকাল বিজেপির সর্বভারতীয় মুখপত্র সম্বিত পাত্র জানালেন যে, এতো বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। মায়ের কোল ফাঁকা হয়ে যাওয়া কোনো সাধারণ বিষয় নয়। এটি গণতন্ত্রের হত্যা।

রাজনৈতিক বিশ্লেষকেরা জানাচ্ছেন যে, বিধানসভা ভোটের ফল প্রকাশের দিনেই যেভাবে মারধর করা হয়েছে মানস সাহাকে, কিছুদিন আগে যেভাবে তাঁর মৃত্যু ঘটেছে, যেভাবে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঁচিয়ে রেখেছে, তাতে ক্রমশ ব্যাকফুটে চলে যাচ্ছে তৃণমূল। আর, এই বিষয়ে যদি সিবিআই তদন্ত চলে, তবে কেঁচো খুঁড়তে সাপ যে বেরোবে না, তারও কোনো নিশ্চয়তা নেই। তাই সবকিছু নিয়েই বিপদ বাড়তে পারে তৃণমূলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!