এখন পড়ছেন
হোম > রাজনীতি > মৃত শ্রমিকদের পাশে থাকার আশ্বাস, বাংলার বাইরেও হাতছানি শুভেন্দুর!

মৃত শ্রমিকদের পাশে থাকার আশ্বাস, বাংলার বাইরেও হাতছানি শুভেন্দুর!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  এক সময় তিনি রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন। কিন্তু এখন তিনি রাজ্যের বিরোধী দলনেতা। প্রতিমুহূর্তে শাসক দলকে চাপের মুখে ফেলে দিচ্ছেন নন্দীগ্রামের বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী। আক্রান্ত বিজেপি নেতা, কর্মীদের পাশে দাঁড়িয়ে নিজের মানবিক রুপের পরিচয় দিচ্ছেন তিনি। আর এবার মুম্বইয়ে কাজ করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত মুর্শিদাবাদের পাঁচ শ্রমিক পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিতে দেখা গেল সেই শুভেন্দু অধিকারীকে।

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি মুম্বইয়ের একটি নির্মীয়মান বহুতল তৈরি করার সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আর সেখানেই মারা যান মুর্শিদাবাদ থেকে কাজ করতে যাওয়া পাঁচ জন শ্রমিক। আর এবার বাংলার বিরোধী দলনেতা হিসেবে সেই সমস্ত শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়ানোর কথা জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। এদিন একটি ফেসবুক পোস্ট করেন তিনি। যেখানে তিনি লেখেন, “অত্যন্ত বেদনাদায়ক সংবাদ। মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার চারজন পরিযায়ী শ্রমিক মুম্বইয়ের একটি নির্মীয়মান বহুতলের দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। মৃত এই চারজন শ্রমিকের পরিবারের পাশে থাকতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, শুভেন্দু অধিকারীর এই উদ্যোগের মধ্যে দিয়ে তার মানবিক রূপ প্রকাশ পেল। এক্ষেত্রে বাংলার বিরোধী দলনেতা হিসেবে অন্য রাজ্যে কাজ করতে দেওয়া শ্রমিকদের পাশে যে তিনি রয়েছেন, তা বুঝিয়ে দিলেন নন্দীগ্রামের বিজেপির বিধায়ক। পাশাপাশি তাদের পরিবারের পাশে থাকার কথা বলে সহানুভূতি দেওয়ার চেষ্টা করলেন শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে মুর্শিদাবাদ থেকে মুম্বইয়ে কাজ করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারানো শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!