এখন পড়ছেন
হোম > জাতীয় > মৃত্যুর মাত্র ৩ দিন আগে দল ছাড়তে চেয়ে চিঠি দিয়েছিলেন হেভিওয়েট নেতা! বড় “অস্ত্র” বিজেপির হাতে

মৃত্যুর মাত্র ৩ দিন আগে দল ছাড়তে চেয়ে চিঠি দিয়েছিলেন হেভিওয়েট নেতা! বড় “অস্ত্র” বিজেপির হাতে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘদিন ধরে বিহার রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তবে আজ সকালেই দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অন্যতম মুখ রঘুবংশ প্রসাদ সিংহ। তবে মৃত্যুর বেশ কিছুদিন আগে তার লেখা একটি চিঠি এখন ব্যাপক শোরগোল তৈরি করল বিহার বিধানসভা নির্বাচনে। জানা গেছে, সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আগামী অক্টোবর থেকে নভেম্বর মাসে বিহার বিধানসভা কেন্দ্রের নির্বাচন রয়েছে।

আর তারই অঙ্গ হিসেবে সেই বিহারের জন্য নানা উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন করতে গিয়ে প্রাক্তন এই কেন্দ্রীয় মন্ত্রীকে স্মরণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, “মাটির সঙ্গে কখনও যোগাযোগ না হারানো রঘুবংশ গরিবের কষ্ট বুঝতেন। জীবনের শেষ দিনগুলোতে সম্ভবত ওর মধ্যে তোলপাড় চলছিল। যে আদর্শকে সামনে রেখে উনি পথ চলতেন, যার সঙ্গে চলেছিলেন, তার সঙ্গে থাকা তার পক্ষে সম্ভব হয়নি। তিন-চার দিন আগে সেই ভাবনা উনি চিঠি লিখে প্রকাশ করেছেন।” জানা যায়, আরজেডির প্রাক্তন নেতা এই রঘুবংশ প্রসাদ সিংহ কিছুদিন আগেই আরজেডি ত্যাগ করেন তিনি। আর এদিন সেই কথা তুলে ধরে লালু প্রসাদ যাদব এবং তার দলকে কোণঠাসা করার চেষ্টা করলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি করোণা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সেরে উঠলেও গত 4 সেপ্টেম্বর শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে এইমসে ভর্তি হন রঘুবংশবাবু। আর সেখান থেকেই তিনি লালু প্রসাদ যাদবকে একটি চিঠি লেখেন। যেখানে তিনি বলেন, “দীর্ঘ 32 বছর আপনার সঙ্গে আছি। কিন্তু আর নয়, বিহারের মানুষ ছাড়াও দলের নেতাকর্মীদের থেকে অনেক ভালোবাসা পেয়েছি। আমাকে ক্ষমা করবেন।” আর এই চিঠি প্রদানের দুই দিন পরেই তার মৃত্যু নিঃসন্দেহে বিহার রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছে‌।

হয়ত বা শারীরিক অসুস্থতার কারণে প্রয়াত হয়েছেন প্রাক্তন এই আরজেডি নেতা। কিন্তু তার এই লেখা চিঠিকে হাতিয়ার করে যেভাবে বিহারে কেন্দ্রীয় প্রকল্পের সূচনা করতে গিয়ে প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রীর প্রশংসায় বন্যা বইয়ে দিলেন প্রধানমন্ত্রী, তাতে তিনি লালুপ্রসাদ যাদব এবং আরজেডির অস্বস্তি বাড়িয়ে দিলেন বলে মনে করছেন রাজনৈতিক মহল। এখন রঘুবংশ সিংয়ের মৃত্যুতে বিহার বিধানসভা নির্বাচনে তিনি কতটা ফ্যাক্টর হন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!