এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল >  “মৃত্যু নিয়ে বিতর্ক নয়” কেকের প্রয়ানে কি বললেন ফিরহাদ!

 “মৃত্যু নিয়ে বিতর্ক নয়” কেকের প্রয়ানে কি বললেন ফিরহাদ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-গুরুদাস কলেজের অনুষ্ঠানে প্রোগ্রাম করতে এসে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিশিষ্ট গায়ক কেকে। এদিকে তার মৃত্যুর পরেই নানা মহলে বিতর্ক তৈরি হয়েছে। অনেকে বলছেন, নজরুল মঞ্চে এত ভিড় সামাল দেওয়া সম্ভব হয়নি। আবার অনেকে বলছেন, এসি কাজ করছিল না। আর এই পরিস্থিতিতে মৃত্যু নিয়ে বিতর্ক যে কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় এবং নজরুল মঞ্চের পরিস্থিতি যে কোনো মতেই খারাপ ছিল না, তা স্পষ্ট করে দিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম।

সূত্রের খবর, এদিন কেকের মৃত্যু নিয়ে ফিরহাদ হাকিমকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কলকাতা পৌরসভার মেয়র বলেন, “এমন একজন শিল্পী কলকাতায় অনুষ্ঠান করছেন, স্বাভাবিকভাবেই জনস্রোত আটকানো যায়নি। নজরুল মঞ্চের এসি খুব ভালো। কিন্তু 700 এর জায়গায় যদি 7 হাজার লোক ঢুকে পড়ে, তাহলে তো শ্বাস-প্রশ্বাসের একটু সমস্যা হবেই। কাউকে আটকানোর মতো ক্ষমতা ছিল না। মৃত্যু কিভাবে আসে, কেউ বলতে পারে না। তাই এই মৃত্যু নিয়ে বিতর্ক উচিত নয়।”

একাংশ বলছেন, নজরুল মঞ্চের ব্যবস্থাপনা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। তাই এই পরিস্থিতিতে গোটা বিষয়কে কার্যত অস্বীকার করার চেষ্টা করলেন রাজ্যের এই হেভিওয়েট মন্ত্রী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের। ‌

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!