এখন পড়ছেন
হোম > জাতীয় > মুকেশ আম্বানিকে পিছনে ফেলে এশিয়ার ধনীতম ব্যক্তি হলেন কে? জানুন

মুকেশ আম্বানিকে পিছনে ফেলে এশিয়ার ধনীতম ব্যক্তি হলেন কে? জানুন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – চলতি বছর করোনা আর লকডাউনে যেখানে দেশের কর্মসংস্থানে একের পর এক তালা ঝুলেছে, সেখানে সকলকে তাক লাগিয়ে মুকেশ আম্বানির জিও এগিয়ে গেছে তরতরিয়ে। সেখানে নতুন নতুন পরিষেবা নিয়ে গ্রাহকদের মন জয় করতে দেখা গিয়েছিল তাদের। জিও-তে বড় লগ্নি এনে শ্রীবৃদ্ধি হয়েছিল মুকেশ আম্বানির। বিশ্বের চতুর্থ ধনীতম হয়ে গিয়েছিলেন তিনি।

তবে বর্তমানে রিলায়েন্সের শেয়ারের ঊর্ধ্বগতি বিশেষ কম। তবে মুকেশ আম্বানি ছাড়াও জ্যাক মাও বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকার প্রথম দিকেই ছিলেন। কিন্তু এবার সেখানে জ্যাক মা ও মুকেশ আম্বানিকে টেক্কা দিয়ে এশিয়ার সবচেয়ে ধনীতম ব্যক্তি হয়ে গেছেন চিনের ঝং শ্যানশ্যান। জানা গেছে, চলতি বছরেই তাঁর ধন সম্পত্তি ৭০.৯ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে হয়েছে ৭৭.৮ বিলিয়ন ডলার।

তবে কে এই ব্যক্তি? জানা গেছে, ঝংয়ের সংস্থা কোভিড টিকা বানাচ্ছে। তিনি মূলত ভ্যাকসিন ও জলের ব্যবসা করেন বলে জানা গেছে। সেখানে, Beijing Wantai Biological Pharmacy Enterprise Co.-র শেয়ার চলতি বছরের এপ্রিলে বাজারে এসেছিল। অন্যদিকে মিনারেল ওয়াটার প্রস্তুতকারক Nongfu Spring Co-র শেয়ারের দামও হংকংয়ে বর্তমানে ঊর্ধ্বমুখী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, সেই শেয়ারের দাম ১৫৫ শতাংশ বেড়েছে, অন্যদিকে ওয়ানটাইয়ের শেয়ারের দাম ২০০০ শতাংশ বেড়েছে। তাই ৬৬ বছর বয়সী ঝং অন্য অনেক চিনা ব্যবসায়ীদের মতো সম্পত্তির কারবার না করে বা রাজনীতি না করেও কেবল নিজের মতো ব্যবসা করেন এই জায়গায় পৌঁছেছেন। ফলে গত বছরের আগে চিনের বাইরে যেখানে তাঁকে বিশেষ কেউ চিনত না, সেখানে এই বছরে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।

অন্যদিকে, মুকেশ আম্বানির শেয়ার বছরের শেষে বিশেষ উন্নতি দেখাতে পারেনি। সেইসঙ্গে, জ্যাক মা-র ধনসম্পত্তি নিয়ে চিনা সরকার বেশ ওয়াকিবহাল হয়ে উঠেছে বলেই জানা গেছে। আর সম্ভবত সেই কারণেই তাঁর ধনরাশির পরিমাণ ৬১.৭ বিলিয়ন ডলার থেকে কমে ৫১.২ বিলিয়ন ডলার হয়ে গিয়েছে বলে জানা গেছে। আর সেখানেই বাজিমাত করেছেন ঝং শ্যানশ্যান।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!