মুখ বুজে থাকার দিন শেষ, তৃণমূল মারতে এলে পাল্টা প্রতিরোধ! হুঁশিয়ারি সুকান্তর! তৃণমূল বিজেপি রাজনীতি রাজ্য June 16, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস এবারও লোকসভা নির্বাচনের পরে বিভিন্ন জায়গায় সন্ত্রাস চালাতে শুরু করেছে। এমনকি খাস কলকাতার বুকেও আক্রান্ত বিজেপি নেতা কর্মীরা। তবে যে সমস্ত জায়গায় বিজেপি সাংগঠনিক ভাবে শক্তিশালী, এবার সেখানেও যদি ভয় দেখানো বা মারধরের চেষ্টা হয়, তাহলে বিজেপি কর্মীরা যে বসে থাকবে না, তা স্পষ্ট করে দিলেন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। প্রসঙ্গত, আজ ভোট পরবর্তী হিংসায় বারুইপুরে বিজেপির আক্রান্ত কর্মীদের দেখতে যান সুকান্তবাবু। আর সেখানেই আক্রান্তদের নানা অভাব অভিযোগ শোনেন তিনি। আর তারপরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে যারা বিজেপি কর্মীদের প্রতি মুহূর্তে মারধর করছেন, তাদের হুশিয়ারি দেন রাজ্য সভাপতি। তিনি বলেন, “আমরাও বলে রাখছি, সাংগঠনিক ভাবে আমরা যেখানে শক্তিশালী, সেখানে যদি আমাদের ওপর আক্রমণ করে, তাহলে এবার থেকে সেখানে কিন্তু পাল্টা প্রতিরোধ হবে।” অর্থাৎ বিজেপি কর্মীদের মুখ বুজে মার খাওয়ার দিন শেষ হয়ে এলো। রাজ্য সভাপতি যে বার্তা দিলেন, তাতে তৃণমূল মারধর করলে তাদেরকে যে ছেড়ে কথা বলা হবে না, পাল্টা প্রতিরোধ গড়ে তোলার জন্য যে প্রস্তুত গেরুয়া শিবির, তা আরও একবার স্পষ্ট হয়ে গেল। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা। আপনার মতামত জানান -