এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মুখ ফস্কে তৃণমূলের বিরুদ্ধে বলা মোটেই মানতে পারছেন না মুকুল রায়, আত্মগ্লানিতে ভুগছেন মুকুল

মুখ ফস্কে তৃণমূলের বিরুদ্ধে বলা মোটেই মানতে পারছেন না মুকুল রায়, আত্মগ্লানিতে ভুগছেন মুকুল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট রাজনীতির জগতে ছোটখাট ভুল বড়োসড়ো ঘটনার সূত্রপাত করে। তাই রাজনৈতিক নেতাদের নিজেদের বক্তব্য সম্পর্কে ওয়াকিবহাল হয়ে থাকতে হয় প্রতিমুহূর্তে। কিন্তু তার মধ্যেও মুখ ফসকে যে ভুল ভ্রান্তি কথা একেবারেই বেরিয়ে পড়েনা, তা কিন্তু নয়। সম্প্রতি যেরকম করেছেন মুকুল রায়। দীর্ঘ তিন বছর বিজেপিতে থাকার পর মুকুল রায় কিছুদিন আগেই তৃণমূলে যোগদান করেছেন। এখনো তিনি খাতায়-কলমে বিজেপির বিধায়ক। এই পরিস্থিতিতে শুক্রবার কৃষ্ণনগরে সংবাদমাধ্যমের সামনে তিনি উপনির্বাচনে তৃণমূলের হেরে যাবার কথা বললেন। আর তাই নিয়েই শুরু হয়ে গেছে রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনা।

ঘটনার পরিপ্রেক্ষিতে অবশ্য মুকুল রায় অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন। তিনি ক্রমাগত বলছেন, যেটা হয়েছে তা হওয়া উচিত নয়। অন্যদিকে শনিবার মুকুল রায়ের বক্তব্য নিয়ে মুখ খুলেছেন তাঁর ছেলে শুভ্রাংশু রায়। তিনি অবশ্য মুকুল রায়ের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বাবার অসুস্থতার কথাই তুলে ধরেছেন। শুভ্রাংশু রায় জানিয়েছেন, মা মারা যাবার পর তাঁর বাবা অর্থাৎ মুকুল রায়ের শারীরিক এবং মানসিক অবস্থা অত্যন্ত সংগীন। এই অবস্থায় তাঁর বাবা মন্তব্যকে ফুলিয়ে-ফাঁপিয়ে না দেখা উচিত। অন্যদিকে মুকুল রায় পাল্টা জানিয়েছেন, তাঁর শরীর ঠিক আছে, কোন অসুবিধা নেই। কিন্তু যেটা ঘটেছে তা হওয়া মোটেই ঠিক হয়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কার্যত মুকুল রায় চূড়ান্ত আত্মগ্লানিতে যে ভুগছেন, সে ব্যাপারে নিঃসন্দেহ বিশেষজ্ঞরা। শুক্রবার কৃষ্ণনগরের সংবাদমাধ্যমের সামনেই তৃণমূল বিজেপির ফারাক গুলিয়ে ফেলে মুকুল রায় স্পষ্টতই জানিয়ে দেন, বিজেপির পক্ষ থেকে তিনি বলতে পারেন, তৃণমূল পর্যুদস্ত হবে উপনির্বাচনে। আর এখান থেকেই শুরু হয় সমস্যা। বহুক্ষণ ধরে তাঁর পাশে বসা তৃণমূল নেতারা তাঁর ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু মুকুল রায় কিছুই বুঝতে পারেননা। অবশেষে তিনি যখন পুরো ব্যাপারটি বুঝে সামাল দিতে যান, তখন অনেকটাই দেরি হয়ে গেছে।

রাজনৈতিক মহলে অনেকেই প্রশ্ন তুলেছেন, দীর্ঘদিন বিজেপির প্রচার অভ্যাস থেকে কি মুকুল রায় এখনো বেরোতে পারেননি? সেই জায়গা থেকেই কি কৃষ্ণনগরের সাংবাদিক বৈঠকে এ ধরনের মন্তব্য করলেন? কার্যত এই ঘটনা তৃণমূল শিবিরকে এবং মুকুল রায়কে চূড়ান্ত অস্বস্তির মুখে দাঁড় করিয়েছে। খুব স্বাভাবিকভাবেই বিজেপির পক্ষ থেকে মুকুল রায়কে কোণঠাসা করতে এই বক্তব্যের ব্যবহার যে হবে, তা নিঃসন্দেহে বলা যায়। আপাতত দলের সঙ্গে মুকুল রায়ের সম্পর্ক এই ঘটনার পর কোন দিকে মোড় নেয়, সে দিকেই থাকবে নজর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!