এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মুখে বললেও বঙ্গের সংগঠন চিন্তা বাড়াচ্ছে অমিতশাহের? ভরসা তৃণমূলেরও প্রবল গতিদ্বন্দ্ব ও ভাঙ্গন!

মুখে বললেও বঙ্গের সংগঠন চিন্তা বাড়াচ্ছে অমিতশাহের? ভরসা তৃণমূলেরও প্রবল গতিদ্বন্দ্ব ও ভাঙ্গন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে দুদিনের সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন বাংলায় পা দিলেন, ঠিক তখনই বঙ্গ বিজেপি শিবিরে কিন্তু চলছে তুমুল অন্তর্দ্বন্দ্ব, আর সে কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভালই জানেন। বিশেষজ্ঞদের মতে, অমিত শাহ মূলত বঙ্গ বিজেপি শিবিরকে ঐক্যবদ্ধ করে তুলতেই বাংলা এসেছেন। মিটিয়ে দিতে এসেছেন সমস্ত অন্তর্দ্বন্দ্ব, যা থাকলে একুশের বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরকে বিপাকে ফেলতে পারে। বঙ্গ বিজেপি শিবিরে বেশ কিছুদিন ধরেই তীব্র গোষ্ঠী কোন্দল দেখা যাচ্ছিল। এমনকি এক শিবিরের সঙ্গে অন্য শিবিরের মুখ দেখাদেখিও নেই।

এই অবস্থায় তৃণমূলকে উৎখাত করার ডাক দিলেও বাংলার মুখ হিসেবে কাকে তুলে ধরা হবে তা নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে। আপাতত রাজ্যে আগামী বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীর মুখ না থাকলেও সংগঠন শক্তিশালী করা যে আবশ্যিক কর্তব্যের মধ্যে পড়ে সে বার্তা দিয়েছেন বিজেপির শীর্ষ নেতা। উল্লেখযোগ্যভাবে অমিত শাহ 48 ঘন্টা রাজ্যে থাকলেও রাজ্য বিজেপির কার্যালয়ে কিন্তু তিনি পা দেননি। আর তাই নিয়ে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোরদার গুঞ্জন। তবে বিজেপির অন্দরে দলীয় কোন্দল চিন্তা বাড়ালেও ভয়ের কিছু নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ পাল্টা তৃণমূল শিবিরে চলছে তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব এই মুহূর্তে।

সল্টলেকের ইজেডসিসি থেকে দলীয় নেতাকর্মীদের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন সংগঠনের দিকে নজর দেওয়ার কথা বলেছেন। তাঁর মতে, বুথ সংগঠন আরো শক্তিশালী করতে হবে। এদিন অমিত শাহ বলেন, বুথ সংগঠন যদি শক্তিশালী না হয় তাহলে ক্ষমতায় আসলেও তা ধরে রাখা যাবেনা। অন্যদিকে অমিত শাহের পরামর্শ, তৃণমূলের ব্যর্থতার থেকে তুলে ধরতে হবে বেশি প্রধানমন্ত্রী মোদির সাফল্য। রাজনৈতিক মহলের একাংশের মতে, গেরুয়া শিবিরের অন্তর্দ্বন্দ্বের ফলেই বাংলায় একুশের বিধানসভা নির্বাচনের মুখ খুঁজে পাওয়া কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। যদিও বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ খুঁজে না পাওয়া নিয়ে বিশেষ চিন্তিত নন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে দলের সব নেতা যে বাংলায় সমানভাবে সক্রিয় নয়, তা এই দুদিনের সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভালই বুঝেছেন বলে মনে করা হচ্ছে। এদিন বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু তারপরেওবৈশাখী বা শোভনকে বিজেপির কোনো কর্মসূচিতে দেখা যায়নি। এবং আগামী দিনেও দেখা যাবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ থাকছে। অন্যদিকে দিলীপ শিবিরের আশা ছিল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যাবার আগে ঘোষণা করবেন দিলিপের নেতৃত্বেই বাংলা এবার বিজেপি বিধানসভা নির্বাচনে লড়বে। কিন্তু খুব সন্তর্পণেই বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ এই প্রসঙ্গটি এড়িয়ে গেছেন।

বরং একুশের বিধানসভা নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের দিকেই তিনি জোর দিয়েছেন বেশি। তবে বিশেষজ্ঞদের মতে, বাংলায় বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে বিজেপির কাছে যে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী হিসেবে উপযুক্ত কেউ নেই, সে কথা প্রকারান্তরে স্বীকার করে নিলেন এদিন অমিত শাহ। আর তা গেরুয়া শিবিরকে বাংলায় কিছুটা হলেও ধাক্কা দেবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে তৃণমূল শিবিরের অবস্থাও যে খুব একটা সুবিধাজনক, তা নয়। দিনদিন শাসক শিবিরের গোষ্ঠীদ্বন্দ্ব এবং দলীয় ভাঙ্গন রীতিমতো চিন্তা জাগাচ্ছে তৃণমূল শিবিরে। সবমিলিয়ে বাংলায় এই মুহূর্তে মুখ্য দুই রাজনৈতিক দলের পরিস্থিতি বলতে গেলে প্রায় সমান সমান। তাই লড়াইও যে সমানে সমানে হবে সে কথা বলাই বাহুল্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!